ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে গরুর খামারে ডাকাতি, হামলায় নিহত ২ ১০ ষাঁড় লুট

প্রকাশিত: ০৫:৫১, ২২ আগস্ট ২০১৭

ময়মনসিংহে গরুর খামারে ডাকাতি, হামলায় নিহত ২ ১০ ষাঁড় লুট

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জেলার সদর উপজেলার চরবড়বিলা গ্রামের আকাশি এগ্রো ইন্ডাস্ট্রিজে সোমবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় নিহত হয়েছেন প্রহরী ইদ্রিস আলী (৩৫) ও মোজাফর ম-ল (৪০) নামে ২ জন। এ সময়ে কোরবানির জন্য রাখা ১০ লাখ টাকা দামের দশটি ষাঁড় লুট করে নিয়েছে ডাকাতরা। এর প্রতিবাদে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে চরবিলা নামক স্থানে ময়মনসিংহ শেরপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। একই সময়ে তারা আকাশি এগ্রো ইন্ডাস্ট্রিজে পুলিশ এই ঘটনায় তাহের আলী নামে এক পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ জানায়, সোমবার ভোর ৩টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চরবড়বিলা গ্রামের আকাশি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ১০/১৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা খামারের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে প্রথমে প্রহরী হামেদ আলীকে মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে খামারের ১০টি ষাড় নিয়ে ময়মনসিংহ শেরপুর সড়কে থাকা ট্রাকে তুলে সটকে পড়ে। এর আগে ডাকাতদলকে দেখে ফেলা কিংবা চেনার কারণে প্রথমে খামারের পাহারাদার ইদ্রিস আলীকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়। পরে লুটের গরু ট্রাকে তোলার সময় খামার থেকে প্রায় ১৫০ গজ দূরের পাশের মিল মালিকের ভাই মোজাফরকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়।
×