ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ০৫:৪৬, ২২ আগস্ট ২০১৭

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলা চলচ্চিত্রের দর্শক প্রিয়তা অর্জনে নায়করাজ রাজ্জাকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ খবর বাসস’র। রাষ্ট্রপতি আরও বলেন, বাঙালী সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে তার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে। তিনি রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, রাজ্জাকের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন এক কিংবদন্তিকে হারাল। চলচ্চিত্রের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার মতো নয়। শোক বার্তায় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ায় রাজ্জাকের অবদানের কথা তিনি স্মরণ করেন। তিনি প্রয়াত এই চলচ্চিত্র তারকার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
×