ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এটুআই কার্যক্রম উদ্বোধন

সেচের উদ্ভাবনী ধারণায় মিলবে ২৫ লাখ টাকা

প্রকাশিত: ০৬:০৭, ১০ আগস্ট ২০১৭

সেচের উদ্ভাবনী ধারণায় মিলবে ২৫ লাখ টাকা

বিডিনিউজ ॥ মাটির উপরের পানি ব্যবহার করে সেচ দেয়ার উদ্ভাবনী ধারণার জন্য ২৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই)। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে এক অনুষ্ঠানে এটুআই চ্যালেঞ্জ ফান্ডের আওতায় নতুন এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পোস্টার উন্মোচন করে এর উদ্বোধন ঘোষণা করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। পানির উপর নির্ভরতা কমিয়ে কীভাবে মাটির উপরের পানি ব্যবহার করে জমিতে সেচ দেয়ার প্রযুক্তি বের করা যায় তার পাঁচটি পাইলট প্রকল্পের জন্য এ অর্থ দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এটুআইয়ের প্রোগ্রাম এ্যাসোসিয়েট খন্দকার শাহনূর সাব্বির বলেন, ভৌগোলিকভাবে চর, খরা, লবণাক্ত, পাহাড়ী ও হাওড়াঞ্চল হিসেবে পাঁচটি বিভাগ করা হয়েছে। পানি জমানো ও সেচের ধরন ভিন্ন হওয়ায় প্রতিটির জন্য আলাদা করে উদ্ভাবনী ধারণা জমা দিতে হবে। এই পাঁচটি ক্যাটাগরি থেকে পাঁচটি উদ্ভাবনী সমাধানকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত চ্যালেঞ্জ ফান্ড থেকে দেয়া হবে বলে জানান তিনি। সাব্বির জানান, চ্যালেঞ্জ ফান্ডের ওয়েবসাইট লিঙ্ক যঃঃঢ়://পযধষষবহমব.মড়া.নফ/রৎৎরমধঃরড়হ-এ উদ্ভাবনী ধারণা জমা দেয়া যাচ্ছে।
×