ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনের সহায়তায় সিন্ধুর উৎসমুখে ৬ বাঁধ তৈরি করছে পাকিস্তান

প্রকাশিত: ০৬:২৩, ৫ আগস্ট ২০১৭

চীনের সহায়তায় সিন্ধুর উৎসমুখে ৬ বাঁধ তৈরি করছে পাকিস্তান

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সিন্ধুনদের উৎসমুখে পাকিস্তান চীনের সহায়তায় ৬টি বাঁধ নির্মাণ করছে বলে গত বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং ভারতের রাজ্যসভাকে অবহিত করেন। এ ব্যাপারে ভারত সরকার ইসলামাবাদ ও বেজিংয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বলেছে, এই বাঁধ নির্মাণ ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার লঙ্ঘন। টাইমস অব ইন্ডিয়া। ভিকে সিং বলেন, পাকিস্তান কাশ্মীরের এই অংশটি অবৈধভাবে দখল করে রেখেছে বলে ভারত সুস্পষ্ট ও অনড় মনোভাব পোষণ করে এবং এতে পরিচালিত কর্মকা- ভারতের সার্বভৌমত্ব ও সংহতি পরিপন্থী হিসেবে বিবেচনা করা হবে। এদিকে, চায়না পিপলস লিবারেশন আর্মি- পিএলএ’র ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের রাওয়ালপি-িতে চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, সকল ক্ষেত্রে পাকিস্তানকে নিরবচ্ছিন্ন সমর্থন দেয়ার জন্য পাকিস্তান চীনের কাছে ঋণী। তিনি বলেন, কাশ্মীর প্রসঙ্গ, নিউক্লিয়ার সাপ্লার্স গ্রুপের সম্প্রসারণ ও সাংহাই কো-অপারেশন সংস্থায় সদস্যভুক্ত করার জন্য পাকিস্তান চীনের কাছে কৃতজ্ঞ। পাক সেনাপ্রধান বৃহত্তর পরিসরে চীন-পাকিস্তান সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের ভেতর দিয়ে চীনের সঙ্গে সংযোগ রক্ষাকারী যে অর্থনৈতিক করিডর আছে তাকে কেন্দ্র করে কৌশলগত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এমন পরিকল্পনার মধ্যে রয়েছে, অসংখ্য যৌথ প্রকল্পে প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে সম্মিলিত কূটনৈতিক ফ্রন্টে অংশগ্রহণ।
×