ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওভালে ঘুরে দাঁড়াতে চায় ইংলিশরা

প্রকাশিত: ০৭:৫৬, ২৬ জুলাই ২০১৭

ওভালে ঘুরে দাঁড়াতে চায় ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসের প্রথম টেস্টটা দাপটের সঙ্গেই জিতেছিল ইংলিশরা। কিন্তু ট্রেন্ট ব্রিজে ৩৪০ রানে লজ্জাজনকভাবে হেরে বসে জো রুটের দল। চার টেস্টের সিরিজ এখন ১-১এ চলমান। বৃহস্পতিবার কেনিংটন ওভালে শুরু হতে যাওয়া তৃতীয় ম্যাচ দু’দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। যেখানে জয় নিয়ে ফের এগিয়ে যেতে চায় স্বাগতিকরা। তারকা পেসার স্টুয়ার্ট ব্রড বলেন, ‘তৃতীয় টেস্টে আমরা ঘুরে দাঁড়াব এবং আবারও সিরিজে লিড নেব। দ্বিতীয় টেস্টের পর বেশ কিছুদিন বিরতি থাকায় নিজেদের তৈরি করার সময় পেয়েছি। আশা করছি ওভালে ভাল খেলব।’ ওভাল টেস্টের আগে নিজেদের প্রস্তুত করতে ১০ দিন সময় পেয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মাঝে এই বিশ্রামের সময় দারুণ কাজে দেবে বলে বিশ্বাস এ পেসারের। সংবাদ মাধ্যমকে ব্রড বলেন, ‘২০১৫ সালের এ্যাশেজের কথা স্মরণ করিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। কার্ডিফে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে আমরা সহজেই হারিয়েছিলাম। কিন্তু লর্ডসে আমরা খুবই বাজেভাবে হেরেছিলাম। এরপর তৃতীয় টেস্টের আগে নিজেদের প্রস্তুত করতে বেশ সময় পেয়েছিলাম। এরপর এডজবাস্টন ও ট্রেন্ট ব্রিজে দুটি বড় জয় তুলে নিয়েছিলাম। তাই সে অভিজ্ঞতাটা কাজে লাগানোর পরিকল্পনা করছি।’ প্রথম দুই টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ইংল্যান্ড।
×