ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধিতা ওদের দমাতে পারেনি

প্রকাশিত: ০৪:১০, ২৪ জুলাই ২০১৭

প্রতিবন্ধিতা ওদের দমাতে পারেনি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১৯ প্রতিবন্ধী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৬ জন। প্রতিবন্ধিতা দমাতে পারেনি রাজু, রবিউল ও মনসুরদের। এদের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে শারীরিক প্রতিবন্ধী রাজু আহমেদ। রাজু জেলার মোহনপুর উপজেলার শ্যামপুর কলেজের শিক্ষার্থী। আরেক শারীরিক প্রতিবন্ধী নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ স্মারক কলেজের শিক্ষার্থী আসিফা মেহেজাবিন পেয়েছে জিপিএ ৪.০৮। একই জিপিএ নিয়ে উত্তীর্ণ হয়েছে বগুড়ার শাহ সুলতান ডিগ্রী কলেজের শিক্ষার্থী । এছাড়া জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে নাটোরের আজম আলী কলেজের শিক্ষার্থী মিলন আহমেদ। বিধি অনুযায়ী, এরা প্রত্যেকেই নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট অতিরিক্ত সময় পেয়েছিল। অন্যদিকে, পাবনার শহীদ বুলবুল সরকারী কলেজের শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম ও মনসুর আলী পাস করেছে জিপিএ ৪.৫০ পেয়ে। ওই কলেজেরই শিক্ষার্থী রবিউল ইসলাম জিপিএ ৪.৩৩, সুমন আহমেদ চৌধুরী জিপিএ ৪.২৫ এবং জামিল হোসেন জিপিএ ৪.১৭ পেয়ে পাস করেছে। বগুড়ার আজিজুল হক সরকারী কলেজের শিক্ষার্থী আবি রাফি মোঃ সায়েম পেয়েছে জিপিএ ৪.৩৩। পাবনা কলেজের মাহিবুব আলম জিপিএ ৪.০০, জয়পুরহাট সরকারী কলেজের ফরিদ হোসেন জিপিএ ৩.৮৩, বগুড়ার সরকারী এমআর মহিলা কলেজের জান্নাতুল মাওয়া জিপিএ ৩.৪২, পাবনার দাশুরিয়া কলেজের জোবাইদুল ইসলাম জিপিএ ২.৯৪ এবং নাজির আকতার সরকারী কলেজের কফিল উদ্দীন জিপিএ ২.৭৫ পেয়ে পাস করেছে। তবে ফেল করেছে পাবনার সামশুল হুদা কলেজের আব্দুল্লাহ, রাজশাহী নগরীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের আল আমীন এবং মহানগর কলেজের সম্পা খাতুন। বিধি অনুযায়ী শ্রুতি লেখক নিয়ে পরীক্ষায় বসেছিল ওই ১৫ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী।
×