ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকেশ্বরী এলাকায় ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ০৫:৫০, ১৫ জুলাই ২০১৭

ঢাকেশ্বরী এলাকায় ছিনতাইকারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পেশাদার ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ এক ছিনতাইকারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১৬ রাউন্ড তাজা বুলেটসহ ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, একটি প্রাইভেটকার ও ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল একটি ছিনতাইকারী দলের পিছু নেয়। শেষ পর্যন্ত রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে ছিনতাইকারী দলকে আটকাতে সক্ষম হয় র‌্যাব। ছিনতাইকারীরা পালানোর চেষ্টাকালে ২টি মোটরসাইকেলকে চাপা দিলে চার আরোহী আহত হন। ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবের তিনটি টহল মোটরসাইকেল থাকা সদস্যরাও পাল্টা গুলি চালায়। গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়। তাদের কাছ থেকে ১৬ রাউন্ড বুলেটসহ ২টি আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও ছিনতাইকৃত ২৭ হাজার টাকা উদ্ধার হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাবুদ্দিন খান জনকণ্ঠকে জানান, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর (৪০) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়। আহত বারেক (৪২) একই হাসপাতালে চিকিৎসাধীন। বারেকের বক্তব্য অনুযায়ী তারা গত ৭ মে গাজীপুরের জয়পুর থেকে সাড়ে ৬৬ লাখ টাকা এবং একই এলাকা থেকে গত ১১ জুলাই ৪০ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। রানীর লাইব্রেরি পরিদর্শন যুক্তরাজ্যে পশ্চিম লন্ডনের অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরি পরিদর্শনে গিয়ে বুকসেলফ ঘুরে দেখছেন স্পেনের রানী লেটিজিয়া। দেশটিতে স্পেনের রাজা ও রানীর সরকারী সফরের তৃতীয় দিন শুক্রবার তিনি এখানে এলেন। -এএফপি কণ্টকাকীর্ণ পথ অতিক্রম চীনের উরঝর থেকে ক্যারামি এসেছেন ফরাসী চালক সিবাসন্তিন লিওব ও তার সহ-চালক ড্যানিয়েল এলেনা। তারা মূলত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে গাড়ি চালিয়ে এই পথ অতিক্রম করেন। -এএফপি
×