ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় পানিতে ডুবে দুই শিশু ও বিদ্যুতস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৬:০৩, ১৩ জুলাই ২০১৭

মাগুরায় পানিতে ডুবে দুই শিশু ও বিদ্যুতস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১২ জুলাই ॥ বুধবার বিকেলে মাগুরায় পানিতে ডুবে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । বুধবার বিকেল তিনটার দিকে জেলার মহম্মদপুরের চাকুলিযা গ্রামে হাবিবুল্লাহ মোল্লার ছেলে মোসা (৫) ও হাসেম মোল্লার ছেলে হাফিজুর রহমান (৪) পুকুরে পড়ে ডুবে মারা যায় । এ ব্যাপারে মহম্মদপুর থানায় যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে শ্রীপুরের কাজলী গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরব আলী (৩০) নামে এক ব্যাক্তি মারা য়ায়। টেবিল ফ্যানের তার দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে । কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে আরও দুইজনের মৃত্যু কুড়িগ্রাম সদর ও চিলমারীতে বন্যার পানিতে ডুবে বুধবার দু’জনের মৃত্যু হয়েছে। চিলমারী উপজেলার শাখাহাতি গ্রামে সাইদুর রহমানের স্ত্রী লাইলী (২২) সকালে বাড়ির পাশে বন্যার পানিতে যুবে মারা যান। এছাড়া হলোখানা ইউনিয়নের খামার হলোখানা গ্রামের পনির উদ্দিনের ছেলে হামিদুল হক (১৭) বন্যার পানিতে ডুবে মারা যান। সে দর্জি দোকানের কর্মচারী। দুপুরে বাড়ি থেকে মাস্টারের হাটে দোকানে আসার সময় জলমগ্ন রাস্তা পার হবার সময় গর্তে পড়ে তার মৃত্যু হয়। এর আগে গত ৭ জুলাই চিলমারীর রাণীগঞ্জের কোদাল ধোওয়া গ্রামে সিদ্দিক (৭) নামে একটি শিশু বন্যার পানিতে যুবে মারা যায়। জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র এ খবর নিশ্চিত করেছে।
×