ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় ঈদ উৎসবে প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত: ০৬:২৫, ৩০ জুন ২০১৭

ভিয়েনায় ঈদ উৎসবে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনায় ২৮ জুন বিকেলে ‘ঈদ উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হউফসাইলস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ উৎসবটি প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিভিন্ন ভারতের রাষ্ট্রদূত রেনু পাল, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত প্রিয়ানে বিজেমেকেরা, মালয়েশিয়ার রাষ্ট্রদূত ডটো আডনান বিন অুমান, নেপালের রাষ্ট্রদূত প্রকাশ কুমার সুভেদি, তাজেকিস্থানের রাষ্ট্রদূত ইয়মতউলু নাসরেদিনভ, জাপানের রাষ্ট্রদূত মিতসুরু কিটানো, কানাডার রাষ্ট্রদূত মি. মার্ক এডওয়ার্ড বাইলি, কেনিয়ার রাষ্ট্রদূত মি. মাইকেল এডিপো অকথ ওয়াউগি ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ড. ভোবিইট আন। প্রবাসী বিশিষ্ট বাঙালীদের মধ্যে আমন্ত্রিত অথিতি ছিলেনÑ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও চ্যান্সারিপ্রধান শাবাব বিন আহমেদ, অনারারি কাউন্সেলর মি. কমার এরনস্ট গ্রাফট, দূতাবাসের কর্মকর্তা জুবায়দুল হক চৌধুরী, মাহাবুবুল আলম, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তা ড. মোঃ সামসুদ্দিন, অস্ট্রিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মিজানুর রহমান খান, ওপেকের কর্মকর্তা রুহুল আমিন, মিনহাজুর রহমান, মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর, আকতার হোসেন, শামছুল ইসলাম, রুহী দাস সাহা, আবদুল জলিল, সাজ্জাদ হোসেন হিমু, খন্দকার মোঃ মাহাবুব, মোশারফ হোসেন আজাদ, তপন রোজারিও, আহাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সামসুল হুদা চৌধুরী, ডাঃ অর্চি সাবাব, হাসিনা রহমান, ওজালা রোজারিও, নাসরিন জাহান, নুসরাত হোসেন, নুসরাত সুলতানা মিষ্টি, জারিন জাকারিয়া ও ফরিদা ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×