ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বপ্নরোজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খেলনা বউ’

প্রকাশিত: ০৭:২২, ২২ জুন ২০১৭

স্বপ্নরোজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খেলনা বউ’

স্টাফ রিপোর্টার ॥ ভিন্ন দুটি ধর্মের দুই পরিবারের প্রেমের গল্প নিয়ে তরুণ নির্মতা স্বপ্নরোজের পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খেলনা বউ’। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিতা, বিজয় জয় ও ডিজে সোহেল। একই পরিবারে বড় হয়ে ওঠা অনিহা ও ধ্রুবলের। ছোট বেলা থেকেই অনিহা ধ্রুবলকে দাদা বলেই জানে। সজিব নামের একজনের সঙ্গে প্রেম অনিহার। সজিব চৌকিদারের ছেলে তার ওপর মুসলিম। চৌকিদারের কথা অনুযায়ী তিন দিনের মধ্যে বিয়ে ঠিক হয় অনিহার একজন পাগলের সাথে। চৌকিদারের ছেলে সজিব পাগলকে এলাকা ছাড়া করে। লগ্নগ্রস্থ অবস্থায় ধ্রুবল বিয়ে করে অনিহাকে। নিরুপায় হয়ে অনিহা বিয়ে করে নিজের দাদাকে। এমনি এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘খেলনা বউ’। চলচ্চিত্রটি আগামী চাঁদরাতে অন লাইনে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন। ইতোমধ্যে চলচ্চিত্রের একটি গান মুক্তি দেয়া হয়েছে। এই চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে স্বপ্নরোজ নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ‘খেলনা বউ’ চলচ্চিত্র প্রসঙ্গে স্বপ্নরোজ বলেন চলচ্চিত্রের গল্পে আমি সমাজের চলমান একটি অনৈতিক বিষয় পরকীয়া প্রেমের কুফল দিকটি তুলে ধরার চেষ্টা করেছি। চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছে বিজয় জয়, রিতা ও ডিজে সোহেল। এর মধ্যে বিজয় জয় ছেলেটি নতুন হিসেবে অনেক ভাল অভিনয় করেছে। বিজয় জয়ের জন্য অগ্রিম শুভ কামনা। তার আগামীপথ চলা যেন সুন্দর হয় ওর জন্য সেই কামনা করি। এদিকে ‘খেলনা বউ’ চলচ্চিত্রের মাধ্যমে স্বপ্নরোজের হাত ধরেই বিজয় জয়ের পথ চলা। ‘খেলনা বউ’ চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেতা বিজয় বলেন চলচ্চিত্রে অভিনয় করে আমার খুব ভাল লাগছে। চলচ্চিত্রে বাস্তবের বিপরীত স্বভাবের চরিত্রে অভিনয় করেছি। চলচ্চিত্রে ধ্রুবল নামের চরিত্রে অভিনয় করেছি আমি। সবকিছু মিলিয়ে আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। ‘খেলনা বউ’ চলচ্চিত্রে সুযোগ দেয়ায় পরিচালক স্বপ্ন রোজের প্রতি আমি কৃতজ্ঞ।
×