ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে মানববন্ধন

২৪৭ ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে বাদ

প্রকাশিত: ০৬:৪৪, ২২ জুন ২০১৭

২৪৭ ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে বাদ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২১ জুন ॥ ভাতাপ্রাপ্ত ২৪৭ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধারা। সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়। বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সড়কে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে বাদ পড়া এসব মুক্তিযোদ্ধা। এ সময় তারা বাছাই কমিটিতে থাকা নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দেন। পরে দুপুর ১২টার দিকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। এ সময় তিনি ৭ দফা দাবি তুলে ধরে অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের সময় অভিযাগকারীদের না ডেকেই ভাতাপ্রাপ্ত ২৪৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হয়। কোন অভিযোগ না থাকার পরও টাকা দিতে না পারায় এসব মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এ সকল কর্মসূচীতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। খুলনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী খুন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দৌলতপুরে সরকারী বিএল কলেজের ছাত্রদল কর্মী আবদুল্লাহ আল ফয়সাল ওরফে শিপলু মোল্লা (২৬) সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে দৌলতপুরের দেয়ানা হাসপাতাল রোড এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিপলু দেয়ানা হাসপাতাল রোড়ের ফারুকুজ্জামান মোল্লা ওরফে বাবু মোল্লার ছেলে। পুলিশ জানায়, চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শিপলু নিহত হয়েছে। এদিকে তার পরিবারের দাবি, এক ব্যবসায়ীর কাছে স্থানীয় চক্র চাঁদা দাবি করলে তার প্রতিবাদ করায় শিপলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, সম্প্রতি দেয়ানা হাসপাতাল রোডের বাসিন্দা আমীর হোসেন ওরফে আমীরের ছেলে আরিফ হোসেন ও রহমত স্থানীয় দুই ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই দুই ব্যবসায়ী বিষয়টি শিপলুকে জানালে সে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আমীর হোসেনের ছেলেদের কাছে বিষয়টি জানতে চায়। এনিয়ে বাগবিত-ার একপর্যায়ে আরিফ, রহমতসহ তার ৫-৬ ভাই পাশের মাংসের দোকান থেকে চাপাতি, দা এনে শিপলুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হত্যাকা-ের সময় আমীর হোসেনের ছেলে পুলিশ বিপ্লব হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে শিপলুর পরিবারের দাবি। অবশ্য পুলিশের দাবি, শিপলুর সঙ্গে আমীর হোসেনের ছেলে আরিফ ও রহমতের ভালো সম্পর্ক ছিল।
×