ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন ৭শ’ কোটি টাকা ছাড়াল

প্রকাশিত: ০৬:৩৫, ২২ জুন ২০১৭

পুঁজিবাজারে লেনদেন ৭শ’ কোটি টাকা ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৭০০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি ৬৬ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৯, কমেছে ৯৫ এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩ পয়েন্টে। আইডিএলসির বাজার পর্যালোচনায় বলা হয়েছে, দরবৃদ্ধির প্রবণতা বজায় রেখে পুুঁজিবাজারে দিনটিতে সার্বিক সূচকটি ৪০.৫০ পয়েন্ট বেড়েছে। সারাদিনে ডিএসইতে মোট ১৮৯ কোম্পানির দর বেড়েছে, এর বিপরীতে কমেছে ৯৫ কোম্পানির দর। ফলে বেশ কিছুদিন পরে পুঁজিবাজারে লেনদেন ৭শ’ কোটি টাকা ছাড়াল। এর মধ্যে ৪২.১৪ কোটি টাকার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। সারাদিনে বস্ত্র খাতটি মোট ১৯ শতাংশ লেনদেন করে শীর্ষে অবস্থান করছে। এছাড়া ব্যাংকের লেনদেন ১৫ শতাংশ হয়েছে। তবে দরবৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক খাতের কোম্পানিগুলো। এই কোম্পানিগুলোর দর বেড়েছে ৩.২ শতাংশ করে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ রিজেন্ট টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটো, সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডিকম, বেক্সিমকো ফার্মা, ইসলামিক ফাইন্যান্স, আমরাটেক ও নুরানী ডাইং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ৩৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৩, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আল আরাফাহ ইসলামী ব্যাংক, আইডিএলসি, সিভিও পেট্রোকেমিক্যাল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, মবিল যমুনা বিডি, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক ও স্কয়ার ফার্মা।
×