ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ রসায়ন;###;মোঃ মাসুদ খান

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ জুন ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স অধ্যায় - ২ ॥ পদার্থের অবস্থা বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২৬। নিঃসরণ কাকে বলে? উত্তর : সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নি¤œচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ২৭। ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়? উত্তর : ব্যাপন ২৮। বিউটেনের ভর ও ঘনত্ব প্রোপেনের চেয়ে কম হলে, কোনটির নিঃসরণ হার বেশি? উত্তর : বিউটেন ২৯। সিএনজি বলতে কোন গ্যাসকে বোঝায়? উত্তর : মিথেন ৩০। পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করলে কী বর্ণ ধারণ করে? উত্তর : বেগুনি ৩১। ময়লার দুর্গন্ধ কোন প্রক্রিয়ায় ছড়ায়? উত্তর : ব্যাপন ৩২। সিএনজি গ্যাসের প্রধান উপাদান কী? উত্তর : ঈঐ৪ ৩৩। পানিতে চিনির মিশ্রণ কীসের উদাহরণ? উত্তর : ব্যাপনের ৩৪। যাবাহনের জ¦ালানি হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর : মিথেন ৩৫। বাসাবাড়িতে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর : মিথেন গ্যাস ৩৬। ব্যাপন ও নিঃসরণ কীসের উপর নির্ভরশীল? উত্তর : ভর ও ঘনত্বের উপর ৩৭। সিএনজি কী? উত্তর : সংকুচিত প্রাকৃতিক গ্যাস ৩৮। বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়ালে কী ঘটবে? উত্তর : চাপ বাড়বে ৩৯। হাসপাতালে ব্যবহারের জন্য যে গ্যাস সিলিন্ডারে ব্যবহার করা হয় তার নাম কী? উত্তর : ঙ২ ৪০। কোন প্রক্রিয়ায় গ্যাস উচ্চচাপ অঞ্চল হতে নি¤œচাপ অঞ্চলে যায়? উত্তর : নিঃসরণ ৪১। পাকা কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়া কিসের উদাহরণ? উত্তর : ব্যাপন ও নিঃসরণের ৪২। মোমে কার্বনের সাথে কোন মৌল থাকে? উত্তর : হাইড্রোজেন ৪৩। গ্যাস বেলুনে চাপ বেশি থাকে কোথায়? উত্তর : বেলুনের ভিতরে ৪৪। মোমের জ¦লনের সময় যে বিক্রিয়া ঘটে তা লিখ। উত্তর : মোম + ঙ২ ® ঈঙ২ + ঐ২ঙ + তাপ + আলো ৪৫। মোম কোন ধরনের পদার্থ? উত্তর : হাইড্রোকার্বন ৪৬। প্রাকৃতিক গ্যানের প্রধান উপাদানের আণবিক ভর কত? উত্তর : ১৬ ৪৭। চিনি ও পানির দ্রবণ কোন ধরনের পরিবর্তন? উত্তর : ভৌত পরিবর্তন ৪৮। স্বাভাবিক চাপের মান কত? উত্তর : ১ ধঃস ৪৯। মোমবাতির জ¦লন বা দহন কোন ধরনের পরিবর্তন? উত্তর : ভৌত ও রাসায়নিক পরিবর্তন ৫০। পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগার কারণ কী? উত্তর : কারণ পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম
×