ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোঃ হাবিবুর রনি

জনসংখ্যা যখন সম্পদ নয়

প্রকাশিত: ০৬:৩৭, ১৫ জুন ২০১৭

জনসংখ্যা যখন সম্পদ নয়

জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার! আমার বিশ্বাস বাংলাদেশের ৭৭ শতাংশ শিক্ষিত মানুষ ছাড়াও বাকি ২৩ শতাংশ মানুষ এই শব্দটার সঙ্গে পরিচিত। সেই ক্লাস থ্রি বা ফোর থেকেই এই বিষয়ে একাধিকবার রচনা লিখতে হয়েছে। হঠাৎ করেই মনে হলো, জনসংখ্যা যে একটা সমস্যা এই কথার উদ্ভাবক কে? খোঁজ নিয়ে জানতে পারলাম কোন ব্যক্তি নয়, জাতিসংঘ এই শব্দের উদ্ভাবক। মানুষের মনে কোন বিষয়ে যদি একবার কোন ধারণা ঢুকিয়ে দেয়া হয়, তাহলে সেই ধারণা থেকে বের হয়ে আসা কঠিন, বরং সেই ধারণার মাঝে থাকতে থাকতে এক সময় ‘ভুল-ঠিক’ নির্ণয় না করেই বিষয়টা মেনে নেয়া হয়। জনসংখ্যা সমস্যার এই ধারণাটা আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে, তাই সত্যিই জনসংখ্যা আমাদের জন্য সমস্যা হয়ে গিয়েছে। জাতিসংঘ ভুল কিছু করেনি, বরং সঠিকটাই করেছে, তবে সেটা আমাদের মতো দেশের জন্য, যারা উন্নয়ন দেখি, উন্নতি দেখি না। চোখের উপর সবসময় কালো চশমা দিয়ে চলি! দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়ছে বেকারত্ব। সকল সমস্যার মা যদি হয় দুর্নীতি, তাহলে বাপ হচ্ছে বেকারত্ব। দেশে শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে ভরিয়ে দিয়ে, শিক্ষার হার এক শ’ শতাংশ হলেও কোন সমাধান হবে না। বেকারত্বের অভিশাপ নিয়ে পরিবারে বোঝা হয়ে বেঁচে থাকা সন্তানই কেবল উপলব্ধি করতে পারে বেকারত্বের যন্ত্রণা কতটা? উচ্চমাধ্যমিকের গ-ি পার হয়ে সম্মান পড়তে গিয়েই শুরু হয় ছেলেমেয়েদের যন্ত্রণাদায়ক জীবনযাপন, আর অফুরন্ত কর্ম ঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি সময় নষ্ট করার জন্য বেছে নেয় নানা অপকর্মের পথ, জড়িয়ে পড়ে সন্ত্রাসী, জঙ্গি, মাদকসেবনে। সরকার নাম মাত্র মূল্যে পড়াশোনার ব্যবস্থা করছে, কিন্তু শুধু পড়াশোনা দিয়েই চলে না, সঙ্গে আরও হাজার খরচ, পরিবার পরিজন আছে। তাদের চিন্তায় কত ছেলে-মেয়ের ঘুম হারাম, ভার্সিটিতে পড়তে গিয়ে তা কেবল হলগুলোতে থাকলেই বোঝা যায়। ভার্সিটি জীবন যতটা উচ্ছ্বাস নিয়ে শুরু করে ঠিক ততটুকু হতাশা, যন্ত্রণা, অনিশ্চয়তা নিয়ে ভার্সিটি জীবন শেষ করে বের হয় একজন ছাত্র, আর বের হওয়ার আগে থেকেই শুরু“হয় জীবন সংগ্রামে বেঁচে থেকেও মরে যাওয়ার অধ্যায়। খুব কমসংখ্যক ছাত্র। আছে যারা স্বাভাবিকভাবে ভার্সিটিতে কোন টেনশন ছাড়া ছাত্র জীবনের সমাপ্তি রেখা টেনে বের হয়ে যেতে পারে। ময়মনসিংহ থেকে
×