ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এন্টি ডাম্পিং ডিউটি আরোপে ভারতে পাট পণ্য রফতানিতে ধস ॥ পাটমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৪, ১৫ জুন ২০১৭

এন্টি ডাম্পিং ডিউটি আরোপে ভারতে পাট পণ্য রফতানিতে ধস ॥ পাটমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ ভারত সরকারের এন্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে দেশটিতে পাট পণ্যের রফতানিতে ধস নেমেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজউদ্দিন প্রামাণিক। বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী আরও জানান, ভারত সরকার কর্তৃক এন্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে সে দেশে পাট পণ্য রফতানিতে আগের ২৭৫ থেকে ৩০০ কোটি টাকার স্থলে এখন মাত্র ৫০ কোটি টাকাতে নেমেছে। তবে পরিস্থিতি মোকাবেলা বিজেএমসির নানামুখী কার্যক্রমে মোট রফতানি কমে নাই। ফলে ২০১৬ সালে দেশের পাট পণ্য রফতানির পরিমাণ ছিল ৬৭৩ কোটি ১০ লাখ টাকা। চলতি বছরের ৩১ মে পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে ৭৯১ কোটি ৪৭ লাখ টাকা। মন্ত্রী জানান, পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করে নগদ সহায়তায় বর্তমানে সাড়ে ৭ ভাগ থেকে বাড়ানোর প্রক্রিয়া রয়েছে। পাটশিল্প বিকাশের লক্ষ্যে রফতানি উন্নয়ন তহবিলের আদলে ২ ভাগ সুদ হারে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রক্রিয়া চলছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, বিটিএমএ হতে প্রাপ্ত তথ্য মতে, দেশে কাপড়ের চাহিদার পরিমাণ প্রায় ২৪শ’ মিলিয়ন মিটার। চাহিদা অনুযায়ী দেশে উৎপাদিত কাপড়ের পরিমাণ প্রায় ১৭শ’ থেকে ২ হাজার মিলিয়ন মিটার। যা দিয়ে চাহিদার ৭০ থেকে ৮৩ ভাগ পূরণ হয়। বাকি ৪শ’ থেকে ৭শ’ মিলিয়ন মিটার কাপড় চীন, জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
×