ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারাগার থেকে গাদ্দাফীপুত্রকে মুক্ত করেছে সশস্ত্র গ্রুপ

প্রকাশিত: ০৬:৫১, ১২ জুন ২০১৭

কারাগার থেকে গাদ্দাফীপুত্রকে মুক্ত করেছে সশস্ত্র গ্রুপ

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় নগরী জিনতানে একটি সশস্ত্র গ্রুপ দেশটির প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফীকে মুক্ত করে নিয়ে গেছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের অনুগত সশস্ত্র গোষ্ঠীটি শনিবার ঘোষণা দেয় যে, শুক্রবার সাইফকে মুক্ত করা করা হয়। তিনি জিনতান ত্যাগ করেছেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। খবর এএফপির। গাদ্দাফির মুক্তির ব্যাপারে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সরকারগুলোর কেউই কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। একটি মিলিশিয়া গ্রুপ জিনতানে ২০১১ সাল থেকে সাইফকে আটকে রেখেছিল। শহরটি রাজধানী ত্রিপোলি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। তার বিরুদ্ধে সহিংসতায় মদদ ও তার বাবাকে উৎখাতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ রয়েছে। ত্রিপোলির এক আদালত ২০১৫ সালে গাদ্দাফী সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তারা সঙ্গে সাইফকেও মৃত্যুদ- দেয়। যদিও, পূর্বাঞ্চল ভিত্তিক পার্লামেন্ট এই রায়ের পরপরই সাইফকে মৃত্যুদ- থেকে অব্যাহতি দেয়। সাইফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতেও অভিযোগ রয়েছে। গাদ্দাফি তার দ্বিতীয় ছেলে সাইফকে নিজের উত্তরাধিকার মনোনীত করেছিলেন। এখনও লিবিয়ায় তার কিছু সমর্থক রয়েছে। তাই তিনি ফের রাজনীতিতে প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত ২০১১ সালে গাদ্দাফির পতনের তিন মাস পর নবেম্বরে নাইজারে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মরুভূমি থেকে সাইফকে আটক করা হয়। পরে আটক অবস্থার ছবি প্রকাশ হলে দেখা যায়, তার হাতের কয়েকটি আঙুল নেই। মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত সাইফকে ফেরারি ঘোষণা করেছে।
×