ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম শিক্ষাবোর্ড

এবার ১২৭৫৯ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ নেয়নি

প্রকাশিত: ০৭:০৩, ১১ জুন ২০১৭

এবার ১২৭৫৯ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ নেয়নি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোতে যারা ভর্তির সুযোগ পেয়েও গ্রহণ করেনি তাদের মনোনয়ন বাতিল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে পুনরায় দেড়শ টাকা ফি পরিশোধ করে নতুন করে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম মেধা তালিকায় ১২ হাজার ৭৫৯ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হওয়ার পরও তা গ্রহণ করেনি। শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সাংবাদিকদের জানিয়েছেন, একাদশ শ্রেণীর ভর্তিতে এ বোর্ডের অধীনে ২৪৮ কলেজের ৯৭ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ হাজার ৩৫১ জন ভর্তি নিশ্চিত করেছে। বোর্ড সূত্রে জানা গেছে, ১ লাখ ৮ হাজার ৮১৭ আবেদনকারী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১ সরকারী কলেজসহ ২৪৮ কলেজে ৬ লাখ ২৭ হাজার ১১টি আবেদন জমা দেয়। এরমধ্যে ৯৭ হাজার ১৫০ জনকে মেধা তালিকায় মনোনীত করা হয়। ইনশা আল্লাহ এবার দুর্ঘটনামুক্ত ঈদ করতে পারব ॥ নৌমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জুন ॥ আমি বিশ্বাস করি ইনআ শাল্লাহ এবার আমরা একটি দুর্ঘটনা মুক্ত ঈদ করতে পারব। যেমন করে বিগত বছর অনেক দুর্ঘটনা মুক্ত ঈদ করতে পেরেছি। এবারের ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন আমরা যাত্রীদের নিবিঘেœ গন্তব্যে পৌঁছে দিতে ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার বাইরে কোন যাত্রী উঠতে দেয়া হবে না। সে ব্যাপারে মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। এ জন্য স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার বেলা ১২টায় লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, পুলিশ, র‌্যাব, নৌপুলিশ, স্কাউট দিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে, যাতে বড় ঘাটগুলো দিয়ে নিরাপদে যাত্রীরা উঠতে-নামতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেনÑ মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ জুন ॥ তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। শনিবার সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাঃ সেলিম উদ্দিন। মেলায় জেলার সাত উপজেলা থেকে আসা ২১টি প্রতিষ্ঠানের দুই শতাধিক ক্ষুদে বিজ্ঞানীরা তাদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন- ভোলার সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, প্রবীণ সাংবাদিক আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন তালুকদার। হাসপাতাল উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ৫০ শয্যা বিশিষ্ট ‘ইয়াসমিন দেলোয়ার’ নামে বেসরকারী একটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালটির উদ্বোধন করেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। উদ্বোধনের আগে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
×