ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাতারের আমিরকে ...

প্রকাশিত: ০৬:৩৭, ১০ জুন ২০১৭

কাতারের আমিরকে ...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে কাতারকে একঘরে করার জন্য সৌদিসহ আরব দেশগুলোকে ধন্যবাদ জানানোর পরেই কাতারের আমিরকে ফোন করেছেন। ফোনে তিনি কাতারের আমিরকে বলেছেন, তার দেশ এই সমস্যা সমাধানে আলোচনায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে। সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ছ’টি আরব দেশ। জল, স্থল ও আকাশপথে যোগাযোগও বন্ধ করেছে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। মার্কিন চাপেই এই পদক্ষেপ বলে টুইটারে দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প। কূটনীতিকদের মতে, রাশিয়া, তুরস্ক আলোচনায় আগ্রহী হওয়ায় ট্রাম্প ভোল বদলাচ্ছেন। -এএফপি পদত্যাগে পার্লামেন্টে আইন পাস জাপানের পার্লামেন্ট শুক্রবার সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের বিষয়টি অনুমোদন করেছে এবং পরবর্তী পদক্ষেপ নিতে একটি আইন পাস করেছে। দুই শ’ বছরেরও বেশি সময়ে এটিই দেশটির সম্রাটের সিংহাসন ত্যাগের প্রথম পদক্ষেপ। সম্রাট আকিহিতো (৮৩) গত গ্রীষ্মে নিজের বয়স ও স্বাস্থ্যগত সমস্যার কথা তুলে ধরে সিংহাসন ত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। সম্রাটের সিংহাসন ত্যাগের বিষয়ে কোন আইন না থাকায় এ নিয়ে সম্প্রতি সমস্যার সম্মুখীন হয়েছে জাপান। গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষে সিদ্ধান্ত নেয়ার পর শুক্রবার উচ্চকক্ষ সর্বশেষ পদক্ষেপ হিসেবে সর্বসম্মতভাবে বিল পাস করে। নতুন এ আইনটির মেয়াদ হবে তিন বছর। যার অধীনে সম্রাট সিংহাসন ত্যাগ করবেন, যা শুধুমাত্র সম্রাট আকিহিতোর ওপর প্রযোজ্য হবে। আশা করা হচ্ছে সিংহাসন ত্যাগের পর সম্রাটের বড় ছেলে ক্রাউন প্রিন্স নারুহিতো সিংহাসনে আসীন হবেন। -এএফপি
×