ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধ্রুব মিউজিক স্টেশনের ‘রোজাদার’

প্রকাশিত: ০৪:৫৩, ৮ জুন ২০১৭

ধ্রুব মিউজিক স্টেশনের ‘রোজাদার’

স্টাফ রিপোর্টার ॥ মাহে রমজান হলো তাকওয়া অর্জনের জন্য প্রশিক্ষণের মাস। তাকওয়া অর্জনই রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য। এ মাসের লক্ষ্য হলো রমজানের বাইরের বাকি ১১ মাস রমজানের মতো পালন করার সামর্থ্য অর্জন করা, দেহকে হারাম খাদ্য গ্রহণ ও হারাম কাজ থেকে বিরত রাখা এবং মনকে অপবিত্র চিন্তাভাবনা, হারাম কল্পনা ও পরিকল্পনা থেকে পবিত্র রাখা। মাহে রমজানের এই পবিত্রতার কথা চিন্তা করেই ‘ধ্রুব মিউজিক স্টেশন’ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে জনপ্রিয় দুই সুফী গানের শিল্পী কাজী শুভ এবং শাহরিয়ার রাফাতের মাহে রমজানের পবিত্রতার গান ‘রোজাদার’। ‘হে রোজাদার রাখো রোজা/রোজা রাখার মতো’ এমন কথার গানটি লিখেছেনÑ আবু তাহের বেলাল। সুর করেছেনÑ হরি মোহন দেবনাথ এবং সঙ্গীতায়োজন করেছেনÑ মীর মাসুম। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, গানটিতে মহান আল্লাহর আদেশ রোজা শুদ্ধভাবে পালনের কথা বলা হয়েছে। পাশাপাশি রোজার পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে। গানটির সুর করা হয়েছে হামদ-নাতের আদলে। আশা করছি, গানটি সবার ভাল লাগবে পাশাপাশি দর্শক-শ্রোতা রোজার আদব সম্পর্কেও জানতে পারবেন। গানটির ভিডিও নিয়ে রাফাত বলেন, একজন রোজাদার ব্যক্তি যে রোজা রাখা অবস্থায় কোন অন্যায় কাজ করতে পারে না, কিংবা করলেও তিনি অনুশোচনায় ভোগেন গানটির ভিডিওতে দর্শক-শ্রোতা এমনটাই দেখতে পাবেন।
×