ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবেশী পাঁচ দেশের কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন

প্রকাশিত: ০৮:৫০, ৭ জুন ২০১৭

প্রতিবেশী পাঁচ দেশের কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন

সৌদি সমর্থিত ইয়েমেন সরকারও ইরান সমর্থিত হুতিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আকাশসীমা বা বন্দর কাতারের উড়োজাহাজ বা নৌযানের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মুসলিম ব্রাদারহুডের মতো সন্ত্রাসী সংগঠনকে মদদ দেয়ার কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছে মিসর। আরব আমিরাতের রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দেশটি সম্পর্ক ও যোগাযোগ ছিন্নের পাশাপাশি কাতারের কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে আমিরাত ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। আরব আমিরাতভিত্তিক ইতিহাদ, এমিরেটস ও ফ্লাইদুবাই এরই মধ্যে কাতারে যাওয়া-আসার সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। বাহরাইন তাদের ঘোষণায় কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও অভিযোগ এনেছে। সূত্র : বিবিসি
×