ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমামবাড়ায় হামলা

দশ জেএমবি জঙ্গীর বিচার শুরু

প্রকাশিত: ০৭:৫০, ১ জুন ২০১৭

দশ জেএমবি জঙ্গীর বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ দেড় বছর আগে ঢাকার হোসেনী দালানের ইমামবাড়ায় সমাবেশে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গী দল জেএমবির দশ সদস্যের বিচার শুরু করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বুধবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দেন। আগামী ১৫ জুন এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে দিয়েছেন বিচারক। ২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে আশুরা উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনী দালানের ইমামবাড়ায় বোমা হামলায় দুজন নিহত হন, আহত হন শতাধিক। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চকবাজার থানায় মামলা করা হলে তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
×