ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধর্ষণ সমস্যা সমাধানে অক্ষয়

প্রকাশিত: ১৯:১২, ৩১ মে ২০১৭

ধর্ষণ সমস্যা সমাধানে অক্ষয়

অনলাইন ডেস্ক ॥ এবার ভারতের ধর্ষণ সমস্যার সামাধানের নতুনা সমাধানের কথা জানালেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা। অক্ষয়ের মতে, ভারতের প্রায় তিরিশ শতাংশ ধর্ষণের ঘটনা এড়ানো সম্ভব যদি নারীদের খোলা স্থানে শৌচকর্ম করতে না যেতে হয়। খুব শীঘ্রই আসছে তার নতুন ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। সম্প্রতি তারই এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন অভিনেতা। তিনি বলেন, তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই কাহিনি। কেমন করে এক নারী শুধুমাত্র বাড়িতে শৌচালয় নেই বলে স্বামীকে ডিভোর্স দিতে প্রস্তুত ছিলেন। এমন চিন্তাধারাই দেশ বদলাতে সক্ষম হবে বলে অভিমত তার। অক্ষয় আরও জানান, কেবলমাত্র শৌচালয় তৈরি করলেই হবে না। মানুষের চিন্তাধারাও পাল্টাতে হবে। অনেক নারীরাই বাড়িতে শৌচালয় থাকা সত্বেও অভ্যাসের বশে খোলা স্থানে শৌচকর্ম করতে যান। দুষ্কৃতীরা তখন নির্জন স্থানে নারীদের একা থাকার সুযোগ নিয়ে থাকেন। এমনটা অনেকটাই বন্ধ হওয়া সম্ভব একটু বাড়তি সচেতনতা অবলম্বন করলে।
×