ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ভারতে বৃষ্টি বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫১, ৩০ মে ২০১৭

ভারতে বৃষ্টি বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ২৩ জন মারা গেছে। সোমবার কর্মকর্তারা একথা জানান। আটটি জেলায় বজ্রপাতে ১৮ জন প্রাণ হারিয়েছে। অন্যরা রাজ্যের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ের কারণে দেয়াল ধসে মারা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘বজ্রপাতে প্রাণ হারানো ১৮ জনের মধ্যে ইস্ট চাম্পারান জেলায় পাঁচ জন, জামুই জেলায় চার জন, ওয়েস্ট চাম্পারান জেলায় একজন, মুঙ্গের, ভাগলপুর ও মাধেপুরা জেলায় দুজন করে এবং বৈশালি ও সামাস্তিপুর জেলায় একজন করে মারা গেছে।’ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বলেন, বিহারের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ে দেয়াল ধসে আরও পাঁচ জন প্রাণ হারিয়েছে। রাজ্য সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে চার লাখ রুপী করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ শ্রীলঙ্কায় মৌসুমি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া বেশ কয়েকজনের লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়ালো। বৃহত্তম সাইক্লিং প্যারেড রাশিয়ায় হয়ে গেল দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সাইক্লিং প্যারেড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০ হাজার মানুষ রবিবার মস্কোয় এই প্যারেডে অংশ নেন। সাইক্লিস্টদের বয়স ছিল ১০ থেকে ৭৮ বছরের মধ্যে। সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর এই সাইক্লিং প্যারেড হাজারও লোকের মিলনমেলায় পরিণত হয়েছে। -তাস দেয়ালের ওপাশও দৃশ্যমান হবে বদ্ধ ঘরের ওপাশে কী হচ্ছে, তা এবার খুব সহজেই দেখা যাবে। এমন সিস্টেম আবিষ্কার করেছেন আমেরিকার বিজ্ঞানীরা যা ওয়াইফাই সংযোগের মাধ্যমে কাজ করে। এটি যেকোন বস্তুর মধ্য দিয়ে চলাচলের ক্ষমতা রাখে। আমরা ফোনে ও কম্পিউটারে যে ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করি, তার মধ্যে কিছু সিগন্যাল অকেজো অবস্থায়ই পড়ে থাকে। বিজ্ঞানীরা সেগুলোই কাজে লাগানোর চেষ্টা করেছেন। তারা এই কাজে সফল হতে দুটি এ্যান্টেনা ব্যবহার করার কথাও চিন্তা করছেন।-এক্সপ্রেস.কো.ইউকে
×