ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ২৩:৩৬, ২৯ মে ২০১৭

নওগাঁয় বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার সকাল ১০টায় নওগাঁ সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে চলতি বোরো মৌসুমের চাল সরকারীভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নওগাঁ জেলায় মোট ৪৩ হাজার ৭শ’ ৭০ মেট্রিকটন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ৪২ হাজার ২শ’ ৫০ মেট্রিকটন এবং আতপ চাল ১ হাজার ৫শ’ ২০ মেট্রিকটন। জেলার ১ হাজার ২শ’ জন মিলারের কাছ থেকে এই পরিমান চাল সংগ্রহ করা হবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নিশ্চিত করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার হাপানিয়া বাজারের ভাই ভাই চাউল কলের স্বত্ত্বাধিকারী আব্দুল বারিকের নিকট ৯ মেঃ টন চালের মুল্য রশিদ হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এ বছর সদর উপজেলার ২২ জন মিলারের কাছ থেকে মোট ১৯ হাজার ৩শ’ ৫১ মেঃটন সিদ্ধ চাল এবং ৯শ’ ২১ মেঃটন আতপ চাল সংগ্রহ করার কথা রয়েছে।
×