ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ সেরা সাঁতারুদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৫, ২৫ মে ২০১৭

আজ সেরা সাঁতারুদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ ভবিষ্যতের মেধাবী-প্রতিভাবান সাঁতারু তুলে আনার প্রক্রিয়া হিসেবে গত বছর দেশব্যাপী শুরু হয় ‘সেরা সাঁতারুদের খোঁজে বাংলাদেশ’ কার্যক্রম। সাঁতার ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ৬৪ জেলা থেকে প্রায় ১৩ হাজার সাঁতারু অংশ নিয়েছিল এ কার্যক্রমে। সেখান থেকে ধাপে ধাপে বাছাই করে ৬০ জনকে চূড়ান্তভাবে নেয়া হবে। তাদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আয়োজন করবে সাঁতার ফেডারেশন। বাছাই করা এসব সাঁতারুদের হাতে বনানীস্থ বাংলাদেশ নৌবাহিনীর সুইমিং পুল প্রাঙ্গণে আজ পদক ও সনদ তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপস্থিতির এ অনুষ্ঠানকে সফল করতে সবরকম প্রস্তুতিই সম্পন্ন করেছে সাঁতার ফেডারেশন। সকাল ১০টায় শেখ হাসিনার সামনেই বাছাই করা হবে ২০ জনকে। বাকি ৪০ জনকে আগেই বাছাই করা হয়েছে। ৬০ জনকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সঙ্গে ফেডারেশনের মূল দৃষ্টি নেপালের কাঠমান্ডুতে আগামী বছর অনুষ্ঠেয় এসএ গেমসে। স্কুল রাগবির সেমিতে ক্যামব্রিয়ান ও সেন্ট গ্রেগরি স্কুল স্পোর্টস রিপোর্টার ॥ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল রাগবি প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া পরিদফতরের পরিচালক আমিনুল ইসলাম। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্যামব্রিয়ান স্কুল বেরাইদ মুসলিম হাইস্কুলকে, সেন্ট গ্রেগরি স্কুল ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়কে, শহীদ নবী উচ্চ বিদ্যালয় আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়কে, মৈনারটেক উচ্চ বিদ্যালয় আলী আহমদ স্কুলকে, সেন্ট গ্রেগরি স্কুল হায়দার আলী স্কুলকে, আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয় সানশাইন প্রি-ক্যাডেট হাইস্কুলকে, মৈনারটেক উচ্চ বিদ্যালয় হাজী আশরাফ আলী হাইস্কুলকে এবং বেরাইদ মুসলিম হাইস্কুল বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়কে হারায়। এছাড়া ক্যামব্রিয়ান স্কুল ড্র করে বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। ক্যামব্রিয়ান ও সেন্ট গ্রেগরি স্কুল টানা দুই ম্যাচ জিতে সেমিতে খেলা নিশ্চিত করেছে।
×