ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টের নির্দেশ

বিভিন্ন স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম সরানোর দাবি

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ মে ২০১৭

বিভিন্ন স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম সরানোর দাবি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ হাইকোর্টের আদেশের আলোকে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতাবিরোধী চাকমা রাজাকার ত্রিদিব রায়ের নামে নির্মিত সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তনের নির্দেশ কার্যকর ও রাজাকারের ছেলে চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়ের অপসারণ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। বাঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি শাহাদাত হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ। গত ২২ মে হাইকোর্ট ৯০ দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে চিহ্নিত যুদ্ধাপরাধী রাজা ত্রিদিব রায়ের নাম অপসারণের আদেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। খাগড়াছড়ির হেলাল উদ্দিন ও রাঙামাটির বদিউজ্জামানের করা পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্ল্যাহর বেঞ্চ এ আদেশ দেন। নড়াইলে টেন্ডার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৪ মে ॥ নড়াইলের সীতারামপুরে শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতালের টেন্ডার কাজের ভাগ নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছে। এ সময় ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে মারধর করে তার ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে শহরের সীতারাপুর এলাকায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জীর নামে নির্মিত হাসপাতালের একটি টেন্ডার কাজের ভাগ নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগ নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান রোজ ও সাধারণ সম্পাদক পলাশ আহত হয়। আহতরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সংঘবদ্ধ হয়ে পুনরায় হামলা চালাতে গেলে সশস্ত্র মহড়ার দৃশ্য ধারণ করায় আরটিভি নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের ভিডিও ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়। এ সময় কামালকে মারধর করে।
×