ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব ও মুস্তাফিজ

জয় দিয়েই সাসেক্সের ক্যাম্প শেষ করল মাশরাফিরা

প্রকাশিত: ০৬:২৬, ৭ মে ২০১৭

জয় দিয়েই সাসেক্সের ক্যাম্প শেষ করল মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ সাসেক্সে গিয়ে ২৮ এপ্রিল থেকেই মূলত বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়। সেই ক্যাম্প শেষ হলো। শেষটা দুর্দান্তভাবেই করল বাংলাদেশ ক্রিকেট দল। সাসেক্সের বিপক্ষে ১৩৪ রানের বড় জয় দিয়েই ক্যাম্প শেষ করল। ক্যাম্প শেষ হতেই অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান দলের সঙ্গেও যোগ দিলেন। ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১ জুন। এ টুর্নামেন্টের উদ্দেশ্যেই সাসেক্সে ক্যাম্প করতে যাওয়া। ৯দিন সাসেক্সেই থাকেন দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দল এবারের ইংল্যান্ড সফরকে তিন ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম ভাগে সাসেক্সে ৯দিনের প্রস্তুতি ক্যাম্প হবে। দ্বিতীয় ভাগে আয়ারল্যান্ডে গিয়ে তিনজাতি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শেষভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে প্রথম ভাগ শেষ হয়েছে। প্রথম ভাগে বাংলাদেশ দল ভালই প্রস্তুতি সেরে নিতে পেরেছে। প্রথমভাগে শুরুতে তিনদিন প্রস্তুতি শেষে ডিউক অব নরফোকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ম্যাচটি যদিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তবে বাংলাদেশ দলের ব্যাটিং প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে। ম্যাচটি শেষে আবার তিনদিন প্রস্তুতি সেরে নিয়ে সাসেক্সের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলতে নামেন মুশফিকরা। এ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখায় দল। অনায়াসেই তিন শ’ রান অতিক্রম করে ফেলে মুশফিকবাহিনী। স্ত্রী অসুস্থ থাকাতে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশে ফেরেন। এখনও ইংল্যান্ডে যাননি। তার পরিবর্তে মুশফিক নেতৃত্ব দেন। আবার ওপেনার তামিম ইকবাল সামান্য ইনজুরিতে থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি। সাকিব ও মুস্তাফিজও আইপিএলে থাকায় খেলতে পারেননি। এরপরও দল দুর্দান্ত ব্যাটিং-বোলিং নৈপুণ্য দেখিয়েছে। হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে সাসেক্সের বিপক্ষে ম্যাচটি হয়। প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে বাংলাদেশ ৭ উইকেটে ৩৪৫ রান করেছিল। আর সাসেক্সের বিপক্ষে করল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান। তার মানে ব্যাটিংটা ইংল্যান্ড কন্ডিশনে রপ্তই হয়ে গেছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। আবার প্রতিপক্ষকে ১৮০ রানে অলআউটও করে দিয়েছে বাংলাদেশ। ইমরুল কায়েস তো দুর্দান্ত ব্যাটিং করে দেখিয়েছেন। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে নামার সুযোগ পেয়েছে ৭৮ বলে ১২ চার ও এক ছক্কায় ৯২ রান করেছেন। এই রান করে আবার স্বেচ্ছায় অবসরও (রিটায়ার্ড হার্ট) নিয়েছেন। আগের ম্যাচে সৌম্য সরকার ৭৩ রান করেছিলেন। এবার ৬ রান করেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে এবার ইমরুল-সাব্বির রহমান রুম্মন মিলে বড় জুটি গড়েন। সাব্বির ৫২ রান করে আউট হয়ে যান। তবে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে ইমরুল রিটায়ার্ড হার্ট হন। অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দিতেই ইমরুল স্বেচ্ছা অবসরে যান। প্রথম প্রস্তুতি ম্যাচে মুশফিক দেখিয়েছিলেন ঝলক। অপরাজিত ১৩৪ রান করেছিলেন। সাসেক্সের বিপক্ষেও ৪০ রানের ইনিংস খেলেন। ৪০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাকি ১০ ওভারে আরও ৭১ রান তুলে ৩১৪ রানে পৌঁছে। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ৫৫ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। মিরাজকে শেষদিকে কেউ সঙ্গ দিতে পারলে স্কোরবোর্ড আরও মজবুত হত। এরপর ৪০.৩ ওভারেই অলআউট হয়ে যায় সাসেক্স একাদশ। মিরাজ-তাসকিন-শুভাশীষদের বোলিংয়ের তোপে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা হাবুডুবু খান। ৩১ রানে ৩ উইকেট পেয়েছেন মিরাজ। শুভাশীষ ও তাসকিন দুটি করে উইকেট নিয়েছেন। প্রস্তুতি ম্যাচটিতে অবশ্য সাসেক্স একাদশের হয়ে খেলেছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম। প্রস্তুতি ম্যাচ আসলে সবসময়ই দুই দলের প্রস্তুতি সেরে নেয়ার মঞ্চই থাকে। যেহেতু বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেই প্রস্তুতি ক্যাম্প করছে। তাই প্রতিপক্ষ দলেই মাহমুদুল্লাহ ও শফিউল খেলেন। অবশ্য মাহমুদুল্লাহ ৩২ রান করেন। তেমন সুবিধা করতে পারেননি। আর শফিউল কোন উইকেট নিতে পারেননি। আকাশ মেঘলা থাকায় আবার ফ্লাডলাইট জ্বালাতে হয়। কৃত্রিম আলোর নিচেই হয় খেলা। এবার বাংলাদেশের সামনে দ্বিতীয় ভাগের মিশন শুরু করার পালা। সাসেক্স থেকে আজ আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে দুইদিন প্রস্তুতি সেরে বুধবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। এরপর ১২ মে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনজাতি সিরিজে খেলতে নামবে। সিরিজের আরেক দল নিউজিল্যান্ড। ১২ ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। সাসেক্সে প্রস্তুতি ম্যাচে না খেললেও আয়ারল্যান্ড তিনজাতি সিরিজে ঠিকই খেলবেন সবাই। মাশরাফি, তামিম, সাকিব, মুস্তাফিজ সবাই অংশ নেবেন। তিনজাতি সিরিজ শেষ হতেই তৃতীয় ও শেষ ভাগের মিশনের পালা শুরু হয়ে যাবে। তিনজাতি সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লীগ পর্বে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই দীর্ঘদিন আগে ইংল্যান্ড সফরে গেছে দল। সফরের প্রথম ভাগটা জয় দিয়েই শেষ করল বাংলাদেশ। স্কোর ॥ বাংলাদেশ-সাসেক্সে একাদশ ম্যাচÑ বাংলাদেশ ইনিংস ॥ ৩১৪/৯; ৫০ ওভার (ইমরুল ৯২, মিরাজ ৬০*, সাব্বির ৫২, মুশফিক ৪০; স্মিথ ৩/৫৩, রলিন্স ২/৫৪, শফিউল ০/৩৭)। সাসেক্স ইনিংস ॥ ১৮০/১০; ৪০.৩ ওভার (রবসন ৪৯, জেনার ৪০*, মাহমুদুল্লাহ ৩২; মিরাজ ৩/৩১, শুভাশীষ ২/২৮, তাসকিন ২/৩০)। ফল ॥ বাংলাদেশ ১৩৪ রানে জয়ী।
×