ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুরাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, দগ্ধ এক

প্রকাশিত: ০৮:০১, ৩ মে ২০১৭

জুরাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, দগ্ধ এক

স্টাফ রিপোর্টার ॥ মে দিবসে পুরান ঢাকার জুরাইনে বিদ্যুতের পাওয়ার হাউসে আম পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আর এক শিশু মারাত্মক দগ্ধ হয়েছে। এদিকে এক নারীসহ দুজন আত্মহত্যা করেছেন। পুরান ঢাকার বংশাল মোড়ে বাসের ধাক্কায় এক ঠেলাগাড়িচালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে কদমতলী ওয়াসা রেলগেটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যবসায়ী আহত হয়েছে। এছাড়া দক্ষিণখানের কাওলা এলাকায় পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর জুরাইনে আরসি গেটসংলগ্ন বিদ্যুতের পাওয়ার হাউসের ভেতরে আম পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজু আহমেদ (১১) নামে আরেক শিশু দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, মৃত ইমনের শ্বাসনালীসহ শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ রাজুর গলাসহ দুই হাতের কিছুটা পুড়ে গেছে। নিহত ইমনের খালা লিজা আক্তার জানান, ইমনের বাসা পোস্তাগোলার কলিমুল্লাহবাগ এলাকায়। সড়ক দুর্ঘটনায় নিহত পুরান ঢাকার বংশাল মোড়ে বাসের ধাক্কায় আনিস সিকদার (৫৮) নামে এক ঠেলাগাড়িচালকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আনিস খালি ঠেলাগাড়ি নিয়ে বংশালের রাজ্জাক হোটেলের সামনের রাস্তা দয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দোহার-গুলিস্তানগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। আত্মহত্যা মোহাম্মদপুরে শাকিলা আক্তার (১৮) নামে এক গামের্ন্টসকর্মী আত্মহত্যা করেছে। নিহতের স্বামীর নাম সোহেল। গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। জেনেভা ক্যাম্প সি ব্লকের ২১৯ নম্বর বাসায় স্বামী-স্ত্রী ভাড়া থাকত। সোমবার রাত দেড়টার দিকে পুলিশ জেনেভা ক্যাম্পের ওই বাসা থেকে শাকিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এদিকে, মে দিবসের দিন সোমবার রাজধানীর পল্লবীতে আবু তাহের (৫০) নামে অপর এক নিরাপত্তকর্মী আত্মহত্যা করেছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার পাঁচপুকুরিয়া গ্রামে। বন্দুকযুদ্ধে আহত রাজধানীর কদমতলী ওয়াসা রেলগেটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফালান ওরফে পিচ্চি ফালান (২৮) নামের এক মাদক বিক্রেতা আহত হয়েছে। এ সময় পুলিশ তার কাছ থেকে দুই হাজার পুরিয়া হেরোইন ও তাজা বোমা উদ্ধার করেছে। ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা গ্রেফতার রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলোÑ আমিরুল ইসলাম, আলমগীর, রাইদুল ইসলাম ও মোহাম্মদ উল্লাহ।
×