ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিদের হার এবার পুনের কাছে

প্রকাশিত: ০৫:২৭, ৩০ এপ্রিল ২০১৭

কোহলিদের হার এবার পুনের কাছে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সুপার’ বিরাট কোহলি, ক্যারিবিয়ান ‘দৈত্য’ ক্রিস গেইল, প্রোটিয়া ‘হার্ড-হিটার’ এবি ডি ভিলিয়ার্স, নিউ সেনসেশন কেদার যাদব- কাগজে কলমে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সবচেয়ে তারকাখচিত ব্যাটিং লাইন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অথচ এই দলটাই কিনা হালে পানি পাচ্ছে না। শনিবার দিনের প্রথম খেলায় পুনে সুপারজায়ান্টের কাছে কোহলিরা এবার হেরেছে ৬১ রানের বড় ব্যবধানে। অধিনায়ক স্টিভেন স্মিথ (৩২ বলে ৪৫), মনোজ তিওয়ারি (৩৫ বলে ৪৪*), রাহুল ত্রিপাথি (৩৭) ও মহেন্দ্র সিং ধোনির (২১*) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫৭ রানের স্কোর গড়ে পুনে। জবাবে ৯ উইকেটে ৯৬ রানে থামে বেঙ্গালুরুর সংগ্রহ। কোহলি (৪৮ বলে ৫৫) ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তারকাসমৃদ্ধ চ্যালেঞ্জার্সদের ইনিংস দেখলে মোবাইল ডিজিট বলে ভ্রম হবে। পুনের হয়ে ইমরান তাহির ৩, লুক ফার্গুসন নিয়েছেন ২ উইকেট। দশম ম্যাচে সপ্তম হারে কার্যত লীগ পর্ব থেকেই বিদায়ের পথে বেঙ্গালুরু। এর আগে ইডেন গার্ডেন্সে মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়ে কলকাতা নাইটরাইডার্সের কাছে লজ্জার হারে নাম লেখায় কোহলিরা। আইপিএল ইতিহাসে যেটি সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এদিকে উৎসবের মাঝে পুনের জন্য দুঃসংবাদ, বেন স্টোকসের ইনজুরি। ফ্র্যাঞ্চাইজিটি এবারের নিলামে ইংলিশ অলরাউন্ডারকে কিনেছিল রেকর্ড ১৪ কোটি রুপি খরচ করে। আইপিএলের বাকি ম্যাচে তার খেলা যাথেষ্ট সংশয় রয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে স্টোকসের অলরাউন্ড পারফর্মেন্সে পুনে ৩ উইকেটে জিতেছিল। সে ম্যাচেই কাঁধে চোট পান তিনি। তার ‘গ্রেড ওয়ান মাসল টিয়ার’ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কলকাতার ছিলেন রিজার্ভ বেঞ্চে। জুনের ১ তারিখে ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিকদের অভিযান। স্টোকসের ইনজুরির খবর নিঃসন্দেহে ইংলিশদেরও চিন্তায় ফেলবে।
×