ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলেজ ছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২০, ৩০ এপ্রিল ২০১৭

কলেজ ছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মেধাবী কলেজ ছাত্র ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে দশটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বড়াকোঠা যুব উন্নয়ন পরিষদ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসীর ব্যানারে এইচএসসি পরীক্ষার্থী মেধাবী কলেজ ছাত্র রাসেল বেপারী ও তার পরিবারকে নৃশংসভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে ডাবেরকুল বন্দরের বড়াকোঠা ডিগ্রী কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। শত শত শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা গাজীরপাড় গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আকবর বেপারী, মিন্টু বেপারী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন। বড়াকোঠা ডিগ্রী কলেজের প্রভাষক এনায়েত হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রবিউল ইসলাম, ইউপি সদস্য স্বপন হাওলাদার, বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল সিকদার, ব্যবসায়ী তাইজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন ডাকুয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি রাফি ডাকুয়া, এইচএসসি পরীক্ষার্থী নাঈম হাওলাদার প্রমুখ। বক্তারা ঘটনার চারদিন পরেও সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা পুলিশ মামলা না নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।
×