ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাওড়ে বন্যা

উদ্বৃত্ত খাদ্য আছে, আতঙ্ক ছড়াবেন না ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:০০, ২৭ এপ্রিল ২০১৭

উদ্বৃত্ত খাদ্য আছে, আতঙ্ক ছড়াবেন না ॥ খাদ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ হাওড়ে বন্যার কারণে উৎপাদন ৬ লাখ টন কমলেও তাতে চালের বাজারে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে বছরে ১৫ থেকে ২০ লাখ টন চাল উদ্বৃত্ত রয়েছে। তবে হাওড়ের ফসলহানিকে ব্যবহার করে চালের দাম বাড়ানোর চেষ্টা অসাধু ব্যবসায়ীরা করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ব্যবসায়ীদের অপচেষ্টা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী গণমাধ্যমকেও আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানান। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে খাদ্যপণ্য এবং কৃষিজাত উপকরণের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ‘দ্বিতীয় ফুড এ্যান্ড এ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৭’; ‘দ্বিতীয় এ্যাগ্রোক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৭’ এবং ‘দ্বিতীয় ইন্টারন্যাশনাল পোল্ট্রি এ্যান্ড লাইভস্টোক বাংলাদেশ এক্সপো-২০১৭’ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম এ মতিন, বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট শওকত আলী সরকার। খাদ্যমন্ত্রী বলেন, হাওড়াঞ্চলে বোরোর ক্ষতি হয়েছে ধরে নিলাম ছয় লাখ মেট্রিক টন। এতে করে কী আমাদের একেবারে খাদ্য মজুদের ক্ষেত্রে বিপর্যয়.. এমন কী অবস্থা সৃষ্টি হবে তা আমি বুঝি না। খাদ্যমন্ত্রী বলেন, ১৯৯৮ সালে যখন সমগ্র দেশ কঠিন বন্যার কবলে পড়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই বন্যা সফলভাবে মোকাবেলা করেছিল। মন্ত্রী জানান, চলতি বোরো মৌসুমে ৭ লাখ টন ধান এবং ৮ লাখ টন চাল কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার।
×