ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ভার্সিটিতে এ্যাডমিশন ফেয়ার শুরু

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ এপ্রিল ২০১৭

বাংলাদেশ ভার্সিটিতে এ্যাডমিশন ফেয়ার শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পাঁচদিনব্যাপী সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার রবিবার শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরে নিজস্ব ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের এ্যাডমিশন ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবে। এছাড়া ফেয়ার চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবে। ফেয়ার চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর সর্বনি¤œ ৫% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও অতিরিক্ত ৫ এবং ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবে। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৭ এপ্রিল। -বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরীক্ষা করতে রাষ্ট্রপতি লন্ডন যাচ্ছেন আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন রবিবার বাসস’কে বলেন, ‘লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি হামিদ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।’ প্রেস সচিব আরও বলেন, রাষ্ট্রপতি আগামী ৪ মে বিকেল ৫টা ২০ মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। শিয়াদের মাজার জিয়ারত ইরাকের শিয়া মুসলিমরা রবিবার বাদ্যযন্ত্র বাজিয়ে ও নিজেদের গায়ে বেত্রাঘাত করতে করতে ধর্মীয় নেতা ইমাম মুসা আল-কাজিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারের দিকে এগিয়ে যান -এএফপি অভিনব ওয়াশিং মেশিন আহমেদাবাদের লালভাই দালপাতবাহি ইঞ্জিনিয়ারিং কলেজে রবিবার এক কর্মশালা চলাকালে কলেজটির এক অধ্যাপক একদল ছাত্রের আবিষ্কৃত একটি পা-চালিত লন্ড্রি ওয়াশিং মেশিন পরীক্ষা করে দেখেন -এএফপি
×