ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর আগমন ঠেকাতে রবিবার বি. বাড়িয়ায় হরতাল ডেকেছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:১১, ২১ এপ্রিল ২০১৭

মন্ত্রীর আগমন ঠেকাতে রবিবার বি. বাড়িয়ায় হরতাল ডেকেছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর আগমন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা করেছে। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। আগামী রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট ছায়েদুল হকের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নব-নির্মিত পশু সম্পদ কার্যালয় (ইউএলডিসি) ভবন উদ্বোধন করার কথা রয়েছে। রবিবার সকাল ১০টায় তিনি এর উদ্বোধন করবেন। ইতোমধ্যে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনের সফরে এসে বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার ইউএলডিসি অফিস ভবন উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের মৎস্য মন্ত্রীর অনুসারী নেতারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল নাসিরনগর, ২২ এপ্রিল সরাইল এবং ২৩ এপ্রিল বিজয়নগরে তার সফর ও নব-নির্মিত ইউএলডিসি ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণের কর্মসূচী রয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তানভীর ভূইয়া ও সভাপতি এ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে আসার দাবি জানান।
×