ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গীর জন্ম হয়েছে বিএনপির আমলে ॥ নূর

প্রকাশিত: ০৫:৪৩, ৮ এপ্রিল ২০১৭

জঙ্গীর জন্ম হয়েছে  বিএনপির আমলে ॥ নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘দেশে জঙ্গীর জন্ম হয়েছে বিএনপির আমলে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ওই জঙ্গীবাদের সূচনা ঘটিয়েছে তারা। শায়খ আবদুর রহমান ও বাংলাভাই তাদেরই সৃষ্টি।’ আর সেই সৃষ্টি হতে আজ নব্য জঙ্গীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠার অপচেষ্টা চালাচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। বিশ্বে নানা ক্ষেত্রে আজ আমরা প্রশংসিত হচ্ছি। কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আজ দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন আমাদের কোমলমতি ছেলেমেয়েদের বিভ্রান্ত করা হচ্ছে, আত্মঘাতী করে তোলা হচ্ছে। জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এ সময় বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি চাষী এম এ করিম, ফারুক আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।
×