ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোশাকে বৈশাখ

প্রকাশিত: ০৭:০৪, ৭ এপ্রিল ২০১৭

পোশাকে বৈশাখ

লাল-সাদাকেই মূলত বৈশাখের রং বিবেচনা করা হতো। বাঙালী মেয়েদের লাল পেড়ে সাদা শাড়ি এবং ছেলেদের লাল-সাদা পাঞ্জাবিতেই পালন করতে দেখা যেত পহেলা বৈশাখ। কিন্তু এখন বৈশাখের রং শুধুমাত্র লাল-সাদাতেই সীমাবদ্ধ নেই। ফ্যাশনে বৈশাখের রঙে যুক্ত হয়েছে আনন্দের প্রায় সব রং। ফ্যাশন হাউসগুলোও তাদের ফ্যাশনের পসরা জমিয়েছে নানা রঙে। মেয়েদের পোশাক ছেলেদের জন্য কিছু রং যেমন একটু হলেও বেমানান মেয়েদের জন্য কিন্তু একেবারেই নয়। মেয়েরা যে কোন রঙে নিজেকে সাজিয়ে তুলতে পারেন অপরূপ করে। আর সে কারণেই এবারের বর্ষবরণে রং নিয়ে কোন বাধা নেই একেবারেই। সবচাইতে বেশি জনপ্রিয় হয়েছে রংধনুর রঙে রাঙানো পোশাকগুলো। পুরো শাড়িজুড়ে রংধনুর রং কিংবা সাদা পোশাকে রংধনু ধরনের পোশাকগুলো এবারে জনপ্রিয়তার তুঙ্গে। এছাড়াও লাল-সাদার ডিজাইনের কাপড়গুলো তো রয়েছেই, সেইসঙ্গে যুক্ত হয়েছে হলুদ, সবুজ, সোনালী, বাসন্তী, কমলা ইত্যাদি জাতীয় রং। লাল, সাদা, সবুজ, কমলা, কালো, নীল এবং হলুদের ছোঁয়ায় নারীদের জন্য আছে শাড়ি, লং কামিজ, সালোয়ার-কামিজ, টিউনিক, ফতুয়া, পালাজ্জো, হারেম প্যান্ট, কালারফুল ট্রাউজার ও জিন্স। সুতি ও সিল্কের কাপড়ের ওপরে স্ক্রিন ও ব্লকপ্রিন্ট, হ্যান্ড ও মেশিন এ্যাম্ব্রয়ডারি, কারচুপি, প্যাচওয়ার্ক, হ্যান্ড পেইন্টের কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে বৈশাখের আমেজ। লা রিভ, আড়ং কে ক্র্যাফট, রং, ব্যাঙ, অঞ্জন’স, সাদাকালো, নগরদোলাসহ দেশের নানা জনপ্রিয় ফ্যাশন হাউসগুলোতে পাওয়া যাচ্ছে বৈশাখী কালেকশনের দারুণ সব কাপড় ১২০০ থেকে ৫০০০ টাকার মধ্যেই। এছাড়াও নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, আজিজ সুপার মার্কেট, হকার্স মার্কেটেও বৈশাখী কালেকশন উঠেছে বেশ কমের মধ্যেই। ছেলেদের পোশাক ছেলেদের জন্য কিছু রং একটু মেয়েলী হয়ে যায় বলেই ফ্যাশনহাউসগুলো বেশ বুদ্ধি করেই তৈরি করেছে ছেলেদের পোশাক। পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টিশার্টে বৈশাখের লাল-সাদাতেও এনেছে নতুনত্ব। সঙ্গে যোগ হয়েছে হলুদ, সবুজ, কালো, নীল, মেরুন ধরনের অভিজাত সকল রং। লা রিভ, আড়ং কে ক্র্যাফট, রং, ব্যাঙ, অঞ্জন’স, সাদাকালো, নগরদোলাসহ দেশের নানা জনপ্রিয় ফ্যাশন হাউসগুলোতে পাওয়া যাচ্ছে বৈশাখী কালেকশনের দারুণসব কাপড় ১৯০০ থেকে ৫০০০ টাকার মধ্যেই। চাইলে চলে যেতে পারেন নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, হকার্স মার্কেটেও। বেশ কমের মধ্যেই পছন্দমতো কাপড় পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য উৎসব মানেই নতুন কাপড়। কারণ তারাই থাকে সব থেকে আনন্দে। আর দেশের ফ্যাশন হাউসগুলো শিশুদের আরাম এবং উৎসবের আমেজের মিশ্রণ তৈরি করেছে ছোটদের বৈশাখী পোশাক কালেকশন।
×