ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শিবচর, মাদারীপুর

প্রকাশিত: ১৪:০১, ১ জুলাই ২০২৫

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

ছবি: জনকণ্ঠ

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম আকন (৪৪) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম আকন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশাকান্দি এলাকার মৃত আব্দুল করিম আকনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, ‘সকালে বাড়িতে নিজের ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ লাগানোর সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, ‘বিদ্যুৎ গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মুমু ২

×