ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে দিনব্যাপী সঙ্গীত-নৃত্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৫১, ৪ এপ্রিল ২০১৭

কিশোরগঞ্জে দিনব্যাপী সঙ্গীত-নৃত্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বৃহত্তম ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম সঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কনের আয়োজন করে। সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মু আ লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার লুনা, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ কাইয়ুম, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, রবীন্দ্রশিল্পী বিজন কুমার দাশ, সমাজসেবক রুহুল আমিন, শিল্পী বাবুল ভূঁইয়া প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। আয়োজনকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ঢাকায় কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানে সারা দেশ থেকে আসা অন্যান্য বিজয়ীরাও অংশগ্রহণ করবে। প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে এরূপ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
×