ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী উত্থান বিএনপির মদদে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৫, ৩১ মার্চ ২০১৭

জঙ্গী উত্থান বিএনপির মদদে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী উত্থানের পেছনে বিএনপির মদদ রয়েছে মন্তব্য করে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গী বিএনপির সৃষ্টি। সরকার যখন তা প্রতিরোধ-নির্মূলে ব্যস্ত, তখন তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সাম্প্রতিক জঙ্গী তৎপরতা সম্পর্কে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যই প্রমাণ করে জঙ্গী উত্থানের পেছনে বিএনপির মদদ রয়েছে। বৃহস্পতিবার আইডিইবি মিলনায়তনে আইডিইবির ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও গণঅধিকার দিবস-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে উন্নীত, বাংলাদেশকে নিয়ে বিশ্বে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তখন ’৭১-এর পরাজিত শক্তির দোসররা দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য জঙ্গীবাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উস্কানি দিচ্ছে। কোন ধরনের ষড়যন্ত্র যেমন বাংলাদেশের উত্থানকে রুখতে পারেনি, তেমনি বঙ্গবন্ধু শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রযাত্রাও রোধ করা সম্ভব হবে না। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। এতে আইডিইবির জেলা শাখা এবং কেন্দ্রীয় সার্ভিস এ্যাসোসিয়েশনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। এছাড়াও আজ সংগঠনটির পক্ষে সারাদেশে গণঅধিকার দিবস পালিত হবে।
×