ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচনে ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করেছে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৪০, ৩১ মার্চ ২০১৭

কুসিক নির্বাচনে ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করেছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কুসিক নির্বাচনে প্রশাসনকে ব্যবহারসহ নানাভাবে ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, কুসিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন আশা করেছিলাম। কিন্তু তা দেখতে পেলাম না। ভোট শুরুর পর সকাল থেকে এ নির্বাচন ঘিরে শাসকদলের সন্ত্রাস, ভোটদানে বাধা দান, ধানের শীষের প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- হয়েছে। এভাবে ভোটারদের মনে ভীতি সৃষ্টি করে একতরফা ভোট করার চেষ্টা করা হয়েছে। তাই আমরা স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আচরণ ও নির্বাচন কমিশনের নির্লিপ্ত ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। রিজভী বলেন, আমরা আগে থেকেই বলে আসছি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় পাস না করতে পারলে ব্যর্থতার সকল দায়িত্ব নিয়ে ইসিকে অচিরেই বিদায় নিতে হবে। রিজভী বলেন, নির্বাচন নিয়ে বুধবার রাতে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ তল্লাশির নামে ব্যাপক তা-ব চালিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদের ভোটদান থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছে।
×