ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেতনভাতার দাবিতে বিসিসি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত: ০৬:০৩, ২৮ মার্চ ২০১৭

বেতনভাতার দাবিতে বিসিসি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পাঁচ মাসের বকেয়া বেতন ও ৩২ মাসের প্রভিডেন্ট ফান্ডের ভাতা প্রদানের দাবিতে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচী চলাকালীন কর্মকর্তা ও কর্মচারীরা বকেয়া বেতনভাতা প্রদান না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। এ কর্মবিরতির প্রথমদিনেই অচল হয়ে পড়েছে সিটি কর্পোরেশনের সকল কর্মকা-। বিক্ষুব্ধ পরিচ্ছন্ন কর্মকর্তা দ্বিপক লাল মৃধা জানান, গত ২০ মার্চের মধ্যে তাদের বকেয়া দুই মাসের বেতন ও ছয় মাসের প্রভিডেন্ট ফান্ড ব্যাংকে জমা দেয়ার কথাছিল। কিন্তু নির্ধারিত সময়ে তাদের বকেয়া বেতনভাতা প্রদান করা হয়নি। এ কারণে নতুন করে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘ পাঁচ মাসের বেতনভাতা ও ৩৬ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সিটি মেয়রসহ সংশ্লিষ্টদের কাছে বেতনভাতার জন্য একাধিবার ধর্না দিয়েও সুফল পাইনি। এ কারণে নতুন করে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী চলবে বলেও তিনি উল্লেখ করেন। কিশোরীকে ধর্ষণ ॥ দুই জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৭ মার্চ ॥ সিংড়ায় আদিবাসী এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ আগস্ট সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের হোসেনপুর এলাকায় আদিবাসী এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে কয়েকজন যুবক। পরে এই ঘটনার খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সিংড়ার কুম্বুবি কালিগঞ্চ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুল জব্বার বাদী হয়ে ২০১৫ সালের ২৭ আগস্ট ৬ জনের নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আদালতে ৫ জনের নামে চার্জশীট দাখিল করে পুলিশ। দুস্থদের ভেড়া বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চিলমারী উপজেলায় দুস্থ পরিবারের মাঝে ভারতের হায়দরাবাদ থেকে আনা উন্নত জাতের গাড়ল প্রজাতির ভেড়া বিতরণ করা হয়েছে। দুস্থ, ভূমিহীন, বিধবা পরিবারগুলোর মাঝে সচ্ছলতা ফিরিয়ে আনতে ১০টি পরিবারকে পরীক্ষামূলকভাবে ৩০টি উন্নত জাতের গাড়ল প্রজাতির ভেড়া ও ৩শ’ ৮৯ পরিবারকে এক হাজার ১৬৭টি দেশীয় প্রজাতির ভেড়া দেয়া হয়েছে। সোমবার সকালে চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন পরিষদ মাঠে ইউকেএইডের অর্থায়নে এসব ভেড়া বিতরণ করে বেসরকারী সাহায্য সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ। দুর্নীতি রোধে সভা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ মার্চ ॥ দুর্নীতির মূল শিকড় উৎপাটনের দৃঢ় প্রত্যয় নিয়ে হবিগঞ্জে শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নেয়া সপ্তাহব্যাপী যৌথ কর্মসূচীর অংশ হিসেবে দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতি প্রতিরোধে করণীয় ও আত্মসচেতনতা সৃষ্টি’ শীর্ষক জেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা। এতে সংশ্লিষ্ট প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুজ জাহেরের সঞ্চালনা ও একই কমিটির সহ-সভাপতি ডাঃ জমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম।
×