স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে ৭ কেজি ওজনের ষাটটি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, রবিবার বিকেলে ব্যাংকক থেকে আসা টিজি ৩২১ বিমানের ইকোনমি ক্লাসের সিট কাভারের ভেতর থেকে প্রায় ৭ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি সোনার বারে ১০ তোলা করে মোট ৬ কেজি ৯৯০ গ্রাম সোনা রয়েছে।
শাহজালালে থাই এয়ারওয়েজের বিমান থেকে ৭ কেজি সেনা উদ্ধার
প্রকাশিত: ০৭:৫১, ২৭ মার্চ ২০১৭
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: