ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশিত: ০৭:৫০, ২৭ মার্চ ২০১৭

বিদেশে বাংলাদেশ  মিশনে স্বাধীনতা  দিবস উদযাপিত

কূটনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয়। ভারতের নয়াদিল্লী, উজবেকিস্তানের তাসখন্দ, কাতারের দোহা, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, থাইল্যান্ডের ব্যাঙ্কক মিশনে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা অবস্থায় আরও অনেক মিশন থেকে স্বাধীনতা দিবস পালনের খবর আসছিল। দিল্লী ॥ রবিবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচী শুরু করেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর সামরিক বাহিনীর একটি ব্যান্ড জাতীয় সঙ্গীত বাজায়। এ সময় হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়। আজ সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ হাউসে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস রিসেপশন হবে। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিং।
×