ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ গণহত্যা দিবস

ঘোষণার দাবিতে জাতিসংঘের সামনে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৮, ২৭ মার্চ ২০১৭

ঘোষণার দাবিতে জাতিসংঘের সামনে মানববন্ধন

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি প্রদানের আহ্বানে জাতিসংঘ সদর দফতরের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একই দাবিতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় আরেকটি মানববন্ধন করে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখা। ‘জেনোসাইড একাত্তর’ নামক একটি সংগঠনের পক্ষ থেকেও ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা হয় জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায়। ২৫ মার্চ শনিবার দুপুরে জাতিসংঘের সামনে দ্যাগ হ্যামাসজোল্ট পার্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানববন্ধনে বক্তব্যের সময় সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘ইতিহাসে জঘন্যতম বর্বরতার অন্যতম দিন হচ্ছে একাত্তরের ২৫ মার্চ। সেই দিনকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির বিকল্প নেই। এ লক্ষে আজ আমরা এখানে জড়ো হয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণের জন্য। কারণ, এটি শুধু বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণের দাবি নয়, এটি সারাবিশ্বের বিবেকসম্পন্ন মানুষের দাবি। মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকানোর অভিপ্রায়েই ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি প্রয়োজন।’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ কর্মসূচীতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইরিন পারভিন, ফারুক আহমদ, মহিউদ্দিন দেওয়ান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক এ কে এম তারেকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ ভূইয়া এবং সদস্য-সচিব বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার প্রমুখ। ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’র মানববন্ধনে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ এবং সদস্য-সচিব রেজাউল বারি। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন গোলাম মোস্তফা খান মিরাজ, শহীদুল হক, মোঃ রফিক, সুব্রত বিশ্বাস, হাকিকুল ইসলাম খোকন, চলচ্চিত্রকার কবীর আনোয়ার, শিবলী সাদিক প্রমুখ। এ সময় রাশেদ আহমেদ বলেন, ‘৪৬ বছর পর হলেও ২৫ মার্চের নৃশংসতাকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এজন্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, ২১ ফেব্রুয়ারি বাঙালীর রক্তদানের দিন যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে, একইভাবে ২৫ মার্চকেও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করতে সক্ষম হব।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধনে ছিলেন সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূর এবং সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া। প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ, মিনহাজ আহমেদ সাম্মুসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীরাও ছিলেন এ কর্মসূচীতে। স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সমাবেশ ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের সকল কার্যক্রমে প্রবাস থেকে অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার সংকল্প’ ব্যক্ত করা হলো স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সমাবেশ থেকে। ২৫ মার্চ শনিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে একটি রেস্টুরেন্টে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল কাদির মিয়া। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা হেদায়েতুল ইসলাম মিন্টু গভীর শ্রদ্ধায় স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ৩০ লাখ শহীদকে। সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী শফিকুল আলম, রেফায়েতউল্লাহ, নজরুল ইসলাম বাবুল, লুৎফুল করিম, জাফরউল্লাহ, মোবাস্বর হোসেন, আস্রাব হোসেন, জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, মাঈনুদ্দিন পাটোয়ারি, এম এ জলিল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হোস্ট সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাফ আলী খান লিটন।
×