ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় ২৫০ শয্যার হাসপাতালরে নির্মান কাজ প্রায় শষেরে দকিে

প্রকাশিত: ২২:৪৩, ২৪ মার্চ ২০১৭

নওগাঁয় ২৫০ শয্যার হাসপাতালরে নির্মান কাজ প্রায় শষেরে দকিে

নজিস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এ হাসপাতাল ভবনটির নির্মান কাজ শেষ হলে জেলাবাসীর স্বাস্থ্য সেবার মান আরো এক ধাপ এগিয়ে যাবে। আধুনিকমানের চিকিৎসা সেবা পাবে এলাকার রোগীরা । আগামী জুন মাস নাগাদ সরকারী এ হাসপাতাল ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার চিন্তা ভাবনা থাকলেও আসলে তা সম্ভব হবে কিনা এমন ভাবনাও করছেন সংশ্লিষ্টরা। ভবন নির্মানের কাজ শেষ হলেও হাসপাতালের বেড, ওটি, চিকিৎসকদের বসার রুমসহ নানা ধরনের যন্ত্রপাতিসহ আসবাবপত্র স্থাপনে আরো বেশ কিছু সময় লাগবে। সব কিছু মিলিয়ে এবছরের শেষ নাগাদ এই আধুনিক হাসপাতালটি পুরোদমে চালু করা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে নব নির্মিত হাসপাতালটি নির্মাণের ফলে স্বাস্থ্য সেবায় নওগাঁ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা । জানা গেছে, নওগাঁর ১১টি উপজেলাসহ পার্শ্ববর্তি দু’টি জেলা নিকটবর্তি হওয়ায় নওগাঁয় প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন কয়েক হাজার রোগী । কিন্তু বর্তমানে ১শ’ শয্যা বিশিষ্ট নওগাঁ সরকারী হাসপাতালে নানা সংকটে ভাল মানের চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। ডাক্তার, নার্স প্রয়োজনীয় অবকাঠামোসহ বেড সংকটে অনেক রোগীকে স্থানান্তর করতে বাধ্য হচ্ছে এখানকার দায়িত্ব পালনকারীরা। এ অবস্থায় প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার এ হাসপাতালটি বিগত ২০১৩ সালের নবেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করা হয়। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জুনে নব নির্মিত এ ভবণ উদ্বোধন করে সেবা কার্যক্রম চালুর চেষ্টা করা হলেও এবছরের শেষ নাগাদ হাসপাতালটি পুরোদমে চালু করা হবে, ঠিক এমনটিই আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান।
×