ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘একুশ’কে উপযুক্ত মায়ের হাতে তুলে দিতে চায় আদালত ॥ ২৮ মার্চ পরবর্তী শুনানি

প্রকাশিত: ০৪:৩৯, ২৩ মার্চ ২০১৭

‘একুশ’কে উপযুক্ত মায়ের হাতে তুলে দিতে চায় আদালত ॥ ২৮ মার্চ পরবর্তী শুনানি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে ড্রেনে কুড়িয়ে পাওয়া ‘একুশ’কে একজন উপযুক্ত মায়ের হাতে তুলে দিতে চায় আদালত। শিশুটিকে দত্তক হিসেবে পেতে জমা পড়েছে ১৪টি আবেদন। এর মধ্যে বেশ ক’জন পুরুষও রয়েছেন। তবে আদালত জানিয়েছে, পুরুষ নয়, একুশ’কে পেতে আবেদন করতে হবে মায়েদের। বুধবার আবেদনগুলোর আংশিক শুনানি সম্পন্ন হয়। আগামী ২৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশুবিষয়ক বিশেষ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌসের আদালতে বুধবার সাতটি আবেদনের শুনানি সম্পন্ন হয়। এ আবেদনগুলো করেন ব্যবসায়ী মোহাম্মদ হাসানের স্ত্রী জেসমিন আক্তার, শিক্ষিকা লুবনা ইয়াসমিন, এক প্রবাসীর স্ত্রী ইয়াসমিন আক্তার, ৯ নম্বর ষোলশহর ওয়ার্ড যুবলীগ নেতা এরশাদ মামুন, মোহাম্মদ উল্লাহ, শহীদউল্লাহ এবং ডাঃ শাকিলা আক্তার ও ডাঃ জাকির ইসলাম দম্পতি। এর মধ্যে শুধু পুরুষের করা আবেদনগুলো প্রসঙ্গে আদালত বলেছেন, একুশ’কে পেতে মায়েদের আবেদন করতে হবে। তবে শুনানির সময় স্বামীকেও আদালতে উপস্থিত থাকতে হবে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এবং অতিরিক্ত মহানগর পিপি এ্যাডভোকেট এম এ ফয়েজ সাংবাদিকদের জানান, ১৪টি আবেদেনর মধ্যে ৭টির শুনানি সম্পন্ন হয়েছে। আদালত শিশুটিকে তুলে দেবেন কোন মায়ের হাতে। শুনানিতে যাচাই-বাছাই এবং বক্তব্য শুনে ও সার্বিক দিক বিচার করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী ২৮ মার্চ পরবর্তী শুনানিতে এ বিষয়ে আদেশ হতে পারে। তবে তত দিন পর্যন্ত একুশকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন একটি ড্রেনে পাওয়া যায় এই নবজাতককে।
×