ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৪:২২, ২৩ মার্চ ২০১৭

সিরাজগঞ্জে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলার নওগাঁ শরিফিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন খাতের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, গত ১২ মার্চ নওগাঁ শরিফিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাওলানা আবদুল মান্নান মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন খাতের ৩৪ লাখ টাকা আত্মসাত করার লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে। অধ্যক্ষ অভিযোগে উল্লেখ করেছেন, বর্তমান কমিটি বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রদান করেন এবং প্রতিটি পদ হতে মাদ্রাসার উন্নয়নের কথা বলে প্রতি শিক্ষক-কর্মচারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা করে মোট পঁচিশ লাখ টাকা নিয়োগ থেকে আদায় করেন। এছাড়া মসজিদ-মাদ্রাসার পুকুর লিজ হতে নয় লাখ টাকাসহ সর্বমোট চৌত্রিশ লাখ টাকা আত্মসাত করেছে কমিটি। আমি বিগত নিয়োগের অর্থ দিয়ে বিল্ডিংটি মেরামতের কথা বলেছি বিধায় সভাপতি ও কমিটির অন্যান্য সদস্য আমাকে বলেছে ওসব চিন্তা আপনাকে করতে হবে না।
×