ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাবিতে বিশ্ব পানি দিবস

প্রকাশিত: ০৪:৩৯, ২১ মার্চ ২০১৭

শাবিতে বিশ্ব পানি দিবস

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ‘বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ’ যৌথভাবে সেমিনারের আয়োজনে করে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর ৩২১ নং কক্ষে ‘বর্জ্য পানি ব্যবস্থপনা’ বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুশতাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া ও বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মিসবাহ উদ্দিন। আদিবাসী মেলা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সোমবার দিনব্যাপী আদিবাসী ও বাঙালী সমাজের ঐতিহ্য নিয়ে গ্রাম্যমেলা অনুষ্ঠিত হয়। উপজেলার আলাদীপুর ইউপির রাঙামাটি আদিবাসী প্রাইমারী স্কুল মাঠে ফুলবাড়ী আদিবাসী ও বাঙালী যুব সমাজ এই মেলার আয়োজন করে। মেলায় আদিবাসী ও বাঙালী ঐতিহ্য সামগ্রী নিয়ে পার্বতীপুর, নারায়ণপুর, রাঙামাটি, আলুর ডাঙ্গা, গোপালপুরসহ বিভিন্ন এলাকার দোকার বসে। এসব দোকানে দোতারা, হারঠোটক, তীরধনুক, আদিবাসীদের প্রথাগত চিকিৎসার কেন্দ্র, মাদল, মাছ ধরার হাকুদাহ, মুচু, টোপকা, কোপভাষী, ঝিমরি, কুচা মাছ ধরা বাম্বি, বক ধরা ফান ইত্যাদি বিক্রি করা হয়।
×