ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে ‘ক্যাম্পাস রেডিও’র উদ্বোধন

প্রকাশিত: ০৩:৪৮, ২০ মার্চ ২০১৭

রাবিতে ‘ক্যাম্পাস রেডিও’র উদ্বোধন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘ক্যাম্পাস রেডিও’ চালু করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে রেডিওর লোগো উন্মোচন ও স্টেশন আইডির উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধা আমিনুরের নামে রোভার ডেন নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৯ মার্চ ॥ সরকারী আশেক মাহমুদ কলেজের রোভার ডেনের নামকরণ কলেজের সিনিয়র রোভার মেট বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খানের নামে করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ শনিবার রাতে কলেজ ক্যাম্পাসে স্থাপিত এ রোভার ডেনের নামফলক উন্মোচন করেন। এ উপলক্ষে রবিবার রাতে কলেজের অডিটরিয়ামে ডেনের নামফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
×