ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৫:০০, ১৯ মার্চ ২০১৭

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২ কোম্পানি ও দুই মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৯০ লাখ ২৮ হাজার ১০৮টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ৬৪ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ফান্ড ২৫ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৯ লাখ টাকা। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ২০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৬৮ লাখ টাকা। ইউনিক হোটেল ও ফারইস্ট নিটিং ১০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য যথাক্রমে- ৫ কোটি ৫৭ লাখ টাকা ও ২ কোটি ২৮ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন, বিএটিবিসি, কনফিডেন্স সিমেন্ট, ফরচুন সুজ, আইডিএলসি ফিন্যান্স, ন্যাশনাল ফিড মিল, এসআইবিএল, গ্রামীণ ফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আরএসআরএম স্টিল।
×