ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রস্তাবিত নাগরিকত্ব আইন মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ॥ মঈন খান

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ মার্চ ২০১৭

প্রস্তাবিত নাগরিকত্ব আইন মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ॥ মঈন খান

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত নাগরিকত্ব আইন মানুষের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মঈন খান বলেন, মৌলিক অধিকার ক্ষুণœ করে এবং ‘ন্যাচারাল জাস্টিস’ ধ্বংস করে ক্ষমতাসীনদের অপশাসন প্রতিষ্ঠিত করতেই নাগরিকত্ব আইন করা হচ্ছে। গত বছর ফেব্রুয়ারি মাসে নাগরিকত্ব আইনের খসড়ায় প্রাথমিক অনুমোদন দেয় মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রস্তাবিত নাগরিকত্ব আইনটি আইন মন্ত্রণালয়ে এসেছে ভেটিংয়ের জন্য। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মঈন খান বলেন, জিয়াউর রহমান দ্বৈত নাগরিকের আইন প্রবর্তন করেছিলেন। সুতরাং জিয়াউর রহমানের দেখানো পথ ধরে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সে জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোন কালা কানুন মানুষকে দমিয়ে রাখতে পারবে না। মঈন খান বলেন, প্রস্তাবিত নাগরিকত্ব আইন আন্তর্জাতিক আইন ও দেশের সংবিধানের পরিপন্থী। মৌলিক অধিকার ক্ষুণœ করে এবং ‘ন্যাচারাল জাস্টিস’ ধ্বংস করে ক্ষমতাসীনদের অপশাসন প্রতিষ্ঠিত করতেই এই নাগরিকত্ব আইন করা হচ্ছে। এ আইনে মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে। সুতরাং এ আইন দেশের মনুষের জন্য প্রযোজ্য নয়। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব আইন সম্পর্কে মানুষ না জেনে, না শুনে উদ্বেগের মধ্যে রয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ড. সুকমল বড়ুয়া প্রমুখ। নেত্রকোনা জেলা বিএনপি নেতার গ্রেফতারে ফখরুলের নিন্দা ॥ রবিবার রাতে নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা লিটনকে গ্রেফতার করেছে অভিযোগ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে তার মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।
×